আবার ক্লাব পাল্টাচ্ছেন? নাকি স্রেফ ‍গুজব?

গুঞ্জনের শুরুটা হয়েছিলো সপ্তাহখানেক আগেই। ইতালিয়ান কাপের সেমিফাইনালে নিজে করেছিলেন পেনাল্টি মিস, আর পরের ম্যাচে তো দলই গেলো হেরে! এরপর থেকেই ইতালীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন,  জুভেন্টাস ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন গন্তব্য হিসেবে দেখা হচ্ছে ইংল্যান্ডকে।

ইতালিয়ান কাপ সেমিফাইনালের আগে স্থানীয় গণমাধ্যম রেডিও রোসোনেরা দাবি করেছিলো, মৌসুম শেষেই দল বদলাবেন পর্তুগিজ এই সুপারস্টার। তবে অতি সম্প্রতি পাওলো দিবালার সঙ্গে জুভেন্টাসের চুক্তি নবায়নের আলোচনা আগুনে ঘি ঢেলেছে আরও। গোলডটকম জানাচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে ইতালিয়ান জায়ান্টরা, যার চুক্তির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত। শোনা যাচ্ছে নতুন চুক্তিতে বছরে ১২ মিলিয়ন ইউরো উপার্জন করবেন তিনি। 

একে রোনালদোর ক্লাব ছাড়ার ইঙ্গিত হিসেবেই দেখছে ইউরোপিয় গণমাধ্যম। শোনা যাচ্ছে, তার নতুন গন্তব্য হতে পারে চেলসি! লন্ডনের দলটি ইতোমধ্যেই হেকিম জিয়েখ আর টিমো ভের্নারকে দলে ভিড়িয়েছে ৮ কোটি ইউরো খরচায়। 

স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, নিজেদের ক্লাবের ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতেও প্রস্তুত আছে ক্লাবটি। ৩৫ বছর বয়সী তারকার জন্যে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়ার কথা ভাবছেন কোচ ফ্রাংক ল্যাম্পার্ড। তবে ক্লাব কিংবা কোচ, কোন পক্ষই এ ব্যাপারে কোন কথাই বলেননি এখন পর্যন্ত।

অন্যান্য ক্লাব যেখানে রীতিমতো খেলোয়াড়দের বেতন পরিশোধেই হিমশিম খাচ্ছে, সেখানে চেলসি এবার পুরোপুরি বিপরীত। তবে ক্লাবটি জানাচ্ছে শেষ দুই মৌসুমে নিষেধাজ্ঞার কারনে খেলোয়াড় কিনতে না পারা দলটি সঞ্চিত অর্থ নিয়েই বাজারে নামছে এবার। এরই ফলে রোনালদোর লন্ডনে পাড়ি জমানোর গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি জমানোর পর ৭৫ ম্যাচে ৫৩ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। দলকে জিতিয়েছেন সিরিআ শিরোপা। গুঞ্জনটা শেষমেশ সত্যি হলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটো ভিন্ন দলে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমানো খেলোয়াড় বনে যাবেন রোনালদো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link