দুই দফায় খেলা মাঠে গড়িয়ে অবশেষে শুক্রবার শেষ হলো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জমজমাট আরেকটি আসরে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে পুরো আসরে অনেক সমালোচনা হলেও অধিনায়ক ধোনিকে এড়িয়ে যাওয়া যায়নি। ঠিকই দলকে তুলে দিয়েছেন শিরোপা।
সবমিলিয়ে এবারের আসরে বেশ কয়েকজন পারফর্মারকে পাওয়া গিয়েছে। যারা আইপিএলে জ্বলে উঠেছিলেন ব্যাট কিংবা বল হাতে। আসর শেষে তাই সেরা পারফর্মারদের খুঁজে বের করার চেষ্টা করেছে খেলা ৭১। সেই সব পারফর্মারদের নিয়েই তৈরি করা হয়েছে এবারের আইপিএলের সেরা একাদশ।
- রুতুরাজ গায়কড় (ভারত)
এবারের আইপিএলের সফলতম ক্রিকেটারদের একজন চেন্নাইয়ের এই ব্যাটসম্যান। আসর শেষ করেছেন অরেঞ্জ ক্যাপ নিয়ে। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন গায়কড়। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার এবারে আইপিএলে খেলেছেন মোট ১৬ টি ম্যাচ। সেখানে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৩৫ রান। ব্যাট করেছেন ৪৫.৩৬ গড়ে।
- ফাফ ডু প্লেসিস ( দক্ষিণ আফ্রিকা)
চ্যাম্পিয়ন দলের আরেক দুর্দান্ত পারফর্মার ফাফ ডু প্লেসিস। এবারের ফাইনাল ম্যাচেরও নায়ক ছিলেন দক্ষিণা আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ফাইনালে কলকাতার বিপক্ষে তাঁর ৫৯ বলে ৮৬ রানের ইনিংসে লড়াকু স্কোর পায় চেন্নাই। এছাড়া পুরো আসরে মোট ১৬ টি ম্যাচ খেলে ফাফ করেছেন ৬৩৩ রান।
- ভেঙ্কটেশ আইয়ার (ভারত)
এবারের আইপিএলে ভারতে সবচেয়ে বড় প্রাপ্তির নাম ভেঙ্কটেশ আইয়ার। কলকাতার হয়ে আক্রমণাত্মক ব্যাটিং করে মন জয় করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের। কলকাতার হয়ে এবার মাত্র ১০ টি ম্যাচ খেলেছেন। সেখানে ৪ টি হাফ সেঞ্চুরিসহ তাঁর ব্যাট থেকে এসেছে ৩৭০ রান। এছাড়া বল হাতেও বেশ কার্যকর তিনি।
- রাহুল ত্রিপাঠি (ভারত)
আইপিএলের পরীক্ষিত পারফর্মার রাহুল ত্রিপাঠি। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটসম্যানও এবার ব্যাট হাতে আগুন ঝড়িয়েছেন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার কলকাতার হয়ে এবার দারুণ কয়েকটি ইনিংস খেলেছেন। এছাড়া দিল্লির বিপক্ষে তাঁর ব্যাট থেকেই এসেছিল ম্যাচ জয় করা একটি ছয়। এই আসরে মোট ১৭ ম্যাচ থেকে ত্রিপাঠির ব্যাট থেকে এসেছে ৩৯৭ রান।
- গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
এবারের আইপিএলের আরেক সেরা পারফর্মার গ্ল্যান ম্যাক্সওয়েল। মিডল অর্ডারে বেঙ্গালুরুকে দারুণ সার্ভিস দিয়েছেন এই আসরেও। বিধ্বংসী এই ব্যাটসম্যান এবারের আসরেও ছিলেন দারুণ আক্রমণাত্মক। এই আসরে মোট ১৪ টি ম্যাচ খেলে তিনি করেছেন ৫১৩ রান। এছাড়া পুরো আসরে ব্যাটিং করেছেন ১৪৪.১০ স্ট্রাইকরেটে।
- ঋষাভ পান্ত (ভারত): দিল্লী ক্যাপিটালস
দিন দিন ভারতের ক্রিকেটে বড় তারকা হয়ে উঠছে ঋষাভ পান্ত। এবার প্রথমবারের মত আইপিএলে নেতৃত্বও দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। তবে এতে তাঁর ব্যাটিং এ একটুও ছাপ পড়েনি। এবারে আসরে তিনিও খেলেছেন মোট ১৬ ম্যাচ। সেখানে ৩৫ গড় তাঁর ব্যাট থেকে এসেছে ৪১৬ রান।
- রবীন্দ্র জাদেজা (ভারত): চেন্নাই সুপার কিংস
অলরাউন্ডার জাদেজা যেন সময়ের সাথে সাথে আরো বেশি পরিপক্ক হয়ে উঠছেন। ব্যাটিং, বোলিং , ফিল্ডিং মিলিয়ে তিনি যেনো এক ক্রিকেটীয় প্যাকেজ। এবারো চেন্নাইয়ের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। এছাড়া স্পিন বোলিং দিয়েও দলে ভূমিকা রেখেছেন। সবমিলিয়ে এবারের আসরে ১৬ টি ম্যাচ খেলেছেন জাদেজা। সেখানে ২২৭ রান করার পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ১৩ উইকেট।
- সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ): কলকাতা নাইট রাইডার্স
বল হাতে এখনো কলকাতার বড় অস্ত্র সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে কলকাতা কখনো কখনো পিঞ্চ হিটার হিসেবেও ব্যবহার করে। এবারের আসরেও ব্যাট হাতে তাঁর ছোট ছোট কিছু ক্যামিও দেখা গিয়েছে। এছাড়া বল হাতেও ছিলেন দুরন্ত। ১৪ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে আছে ১৬ উইকেট।
- দ্বাদশ ব্যক্তি: শার্দুল ঠাকুর (ভারত): চেন্নাই সুপার কিংস
দ্রুতই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতের এই পেসার। এবারের আইপিএলে কাটিয়েছেন দারুণ সময়। চেন্নাইকে যথাসময়ে এনে দিয়েছেন ব্রেক থ্রু। সবমিলিয়ে চেন্নাইয়ের হয়ে ১৬ ম্যাচ খেলা শারদুল ঠাকুর বল হাতে নিয়েছেন ২১ উইকেট।
- হার্শাল প্যাটেল (ভারত): রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
এবারের আইপিএলের সফলতম বোলারের নাম হারশাল প্যাটেল। এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন তিনি। পারপেল ক্যাপ জয়ী এই বোলার এবারের আসরে ১৫ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৩২ উইকেট। তাঁর বোলিং গড় ছিল মাত্র ১৪.১৩।
- মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস দল এবার আইপিএলের শেষ চার নিশ্চিত করতে পারেনি। তবে, এর মধ্যেও বল হাতে বেশ সফল ছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বোলার ১৪ ম্যাচে ১৪ উইকেট। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিং বেশ প্রশংসিত হয়।
- দ্বাদশ ব্যক্তি: আবেশ খান (ভারত): দিল্লী ক্যাপিটালস
কাগিসো রাবাদার সাথে খেলেও এবারের আসরে আলোটা নিজের দিকে কেড়ে নিতে সক্ষম হয়েছেন আবেশ খান। দিল্লির হয়ে ২৪ বছর বয়সী এই পেসার ১৬ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। এক ম্যাচে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন।