দ্রাবিড়ের কাছে যা চাই

ভারত জাতীয় ক্রিকেট দল নিঃসন্দেহে ক্রিকেট অঙ্গনের অন্যতম সেরা দল। গত এক দশকে যেন ক্রমেই ভারতীয় ক্রিকেট ছাড়িয়ে যাবার পায়তারা করছে বিশ্ব ক্রিকেটকে। তবে গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট খেয়েছে বারংবার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বেই দলের দায়িত্বশীল পদে পরিবর্তনের আভাস মিলেছিলো। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায়ের সাথে যেন বেগবান হয় পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে ঘোষণা আসে নতুন কোচের৷ দায়িত্ব পান যুবদলের সাথে সাফল্য পাওয়া অভিজ্ঞ সাবেক খেলোয়াড় রাহুল দ্রাবিড়।

সাফল্যের ঝুলি নিয়ে হাজির হবেন দ্রাবিড় এমনটাই প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্ট সকলের। তবে বেশকিছু ধারাবাহিক কর্ম সম্পাদনা করতে হবে দ্রাবিড়কে তাঁর জাতীয় দলের কোচিং ক্যারিয়ারে। আজ থাকছে সে আলোচনা।

  • স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন

বিরাট কোহলি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী সময়েই ছেড়ে দেবেন অধিনায়কের দায়িত্ব তা ঘোষণা দিয়েছিলেন আগেভাগেই। সে সুবাদে একটা বাড়তি দায়িত্ব এসে ভর করেছে রাহুল দ্রাবিড়ের কাঁধে। দলের খুটিনাটি দিকগুলোর পাশাপাশি এবার তাঁকে খুঁজতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে দলের যোগ্য নেতা।

যদিও ইতোমধ্যেই রোহিত শর্মাকে অধিনায়ক করে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করে ফেলেছে জাতীয় দলের নির্বাচক কমিটি। শর্মারও তো বয়স হলো আর কতকাল সে দেবে সার্ভিস বলুন তো? দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তাই দ্রাবিড়কে খুঁজতে হবে বলিষ্ঠ নেতৃত্ব এবং তা খুঁজতে হবে তরুণদের মধ্য থেকেই। এটাই হতে পারে দ্রাবিড়ের প্রথম দায়িত্ব।

  • বিশ্বকাপ জয়ের পরিকল্পনা

ভারত যে অন্যতম সেরা ক্রিকেটীয় দেশ এ বিষয়ে দ্বিমত পোষণ করা প্রমাণ করে এই খেলা সম্পর্কিত জ্ঞান স্বল্পতা। তবে আইসিসির বৈশ্বিক আসরে গিয়ে দলটি খেই হারিয়ে ফেলছে। গুরুত্বপূর্ণ ম্যাচে মোমেন্টামের উলটো পথে গমন করে হাতছাড়া করছে শিরোপা ক্যাবিনেট সমৃদ্ধ করার সুযোগ।

যেহেতু রাহুল দ্রাবিড় ছিলেন অনূর্ধ্ব ১৯ দলের বিশ্ব শিরোপা জয়ের মূল কারিগর ছিলেন। সেহেতু তিনি নিশ্চয়ই জানেন কি করে জেতাতে হয় বিশ্বকাপ। তাই প্রত্যাশা থাকবে তিনি জেতাতে পারবেন অন্তত একটি বিশ্ব শিরোপা। ভারতের এই সুবিশাল প্রতিভায় ভরপুর দলের হাতে একটি বিশ্ব শিরোপা দেখতে না পারা ভীষণ রকম আক্ষেপ সৃষ্টি করবে।

  • বিপ্লব নয় চাই বিবর্তন

ভারতের টিম কম্বিনেশন নিয়ে সাম্প্রতিক সময়ে উঠেছে নানান প্রশ্ন৷ প্রতিভার ছড়াছড়িতে দল সাজাতে হিমসিম খেয়েছেন সাবেক কোচ রবি শাস্ত্রী ও নির্বাচকেরা। তার ফলাফল তো টি-টোয়েন্টি বিশ্বকাপেই মিলেছে৷ ওয়ানডে দলেও ঠিক এমন মধুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এই মধু পরিণত হতে পারে বিষে। তাছাড়া বেশকিছু টেস্ট দলের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন যারা রয়েছেন কিঞ্চিৎ অফ-ফর্মে৷ তাদেরও পরিবর্তন কিংবা বিবর্তন আবশ্যক।

দ্রাবিড়ে অনেকগুলো দায়িত্ব থেকে সঠিক টিম কম্বিনেশন খুঁজে বের করাও একটি বড় দায়িত্ব। ধর তক্তা মার পেরেক। ছেটে ফেল সব পুরোনো খেলোয়াড়। এমন বিপ্লবের পথে পদচারণ কাল হয়ে দাঁড়াতে পারে ভারতের ক্রিকেটের জন্যে৷

  • অভিজ্ঞ ও তাঁদের অভিজ্ঞতা

বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে গত এক দশকে ভারত উৎরে গিয়েছে বহু ম্যাচ। কিন্তু এরা প্রত্যেকেই পা দিয়েছেন নিজেদের তৃতীয় দশকে। অভিজ্ঞতায় ভরপুর তাঁদেরকে নিয়ে প্রশ্ন তুলবার জায়গা খুব কম থাকলেও প্রশ্ন উঠবার শঙ্কা থাকে তাদের অফ-ফর্মকে কেন্দ্র করে।

এমতবস্থায় রাহুল দ্রাবিড়কে নিতে হতে পারে কঠরতম কিছু সিধান্ত। অভিজ্ঞদের অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করেই দ্রাবিড়কে সাজাতে হবে দল অথবা বেছে নিতে হবে ভিন্ন পথ।

  • ভারতকে বানাতে হবে অজেয়

ভারত ক্রিকেট যেন প্রতিভার রসদে ঠাসা এক গুদামঘর। তৃণমূল পর্যায় থেকে কাজ করে আসা দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের নিশ্চয়ই জানা এসবকিছু। সাম্প্রতিক সময়ে ভারত বিশ্বক্রিকেটের পরাশক্তি। সময়ের তাগিদে এই বিপুল রসদ কাজে লাগিয়ে দ্রাবিড়কে পরাশক্তি থেকে দলকে বানাতে হবে অজেয়। প্রত্যাশার শ্রুভ্র পাখার এ যেন সবচেয়ে বড় পালক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link