মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পরেও একটা লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। এরপর বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণও চলে এসেছিল বাংলাদেশের হাতে। তবে এরপরই আবার এলেমেলো হয়ে যায় পরিকল্পনা, এলোমেলো হয়ে যায় শরীরী ভাষা।
তবে বাংলাদেশ মোটামুটি একটা সংগ্রহ দাঁড় করানোর পিছনে বড় ভূমিকা রেখেছিলেন নুরুল হাসান সোহান। একটা সময় সোহান বড় বাঁধা হয়ে দাড়িয়েছিলেন পাকিস্তানের জন্য। তখনই সোহানের উইকেট নিয়ে তাঁকে প্যাভিলয়েন পথ দেখান হাসান আলী। পাকিস্তানের এই পেসার অবশ্য সত্যিকার অর্থেই সোহানকে প্যাভিলয়নের পথ দেখিয়েছিলেন। উইকেট নেয়ার পর সোহানকে হাত দিয়ে ইশারা করে মাঠ ছাড়তে বলেন।
সোহান এর কোন উত্তর না দিলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নজর এড়ায়নি বিষয়টি। মাঠে এমন আচরণের জন্য এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হাসান আলী। আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ করেছেন তিনি। আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫ অনুযায়ী এই ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হাসান আলী।
গত ২৪ মাসের সময়সীমায় এটাই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন হাসান আলী। কোন ক্রিকেটার ২৪ মাসের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পেলে তাঁকে ব্যানও করতে পারে আইসিসি। ফলে মাঠে নিজের আচরণের প্রতি আরো সাবধানই থাকতে চাইবেন হাসান আলী।
এদিকে বাংলাদেশের জন্যও আছে দু:সংবাদ। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকেও গুনতে হবে তাঁদের ম্যাচ ফির ২০ শতাংশ। বাংলাদেশ আইসিসির বেঁধে দেয়া সময়সীমার চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় এই জরিমানা গুনতে হবে দলকে।
ফলে মাঠ ও মাঠের বাইরের জমে উঠেছেন বাংলাদেশ পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তারুণ্য নির্ভর এই টি-টোয়েন্টি দল এখন শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়।