দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাতে অবশ্য বাংলাদেশের তেমন কোনো লাভ হয়নি। আট উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আবার মুস্তাফিজ নিজেও বোলিংয়ের কোটা পূরণ করতে পারেননি। তৃতীয় ওভারে একটা ডেলিভারি করেই তিনি হঠাৎ করে মাঠ ছেড়ে দেন। হঠাৎ বাঁ-হাতি এই পেসারের রহস্যজনক প্রস্থানের কারণ কি?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে হঠাৎ করেই সাইড স্ট্রেন অনুভব করায় তাঁকে দিয়ে আর বোলিং করার ঝুঁকি নেননি অধিনায়ক। বাকিটা ওভার বোলিং করেন আরেক পেসার শরিফুল ইসলাম।
বিসিবির ডাক্তাররা জানিয়েছেন, আপাতত মুস্তাফিজকে পর্যযেক্ষণে রাখা হবে। কাল আবার তাঁকে দেখবেন ডাক্তাররা। তখন বোঝা যাবে শেষ টি-টোয়েন্টিতে তিনি আদৌ খেলতে পারবেন কি না। তবে, তাঁর না খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের দু’টোতেই হেরেছে বাংলাদেশ দল। প্রথমটায় প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারলেও দ্বিতীয় ম্যাচে সেটাও হয়নি। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান দল। আগামী সোমবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর, মিরপুরে। টেস্টের দল এখনও ঘোষণা করা হয়নি।