চট্রগ্রাম টেস্টে জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। চতুর্থ দিনশেষে দুই ওপেনারের ব্যাটে বিনা উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শেষ দিনে জিততে প্রয়োজন আর মাত্র ৯৩ রান।
আগের দিনের ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনের প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন মুশফিক। ওই ওভারেই হাসান আলীর ইনস্যুইংয়ে বোকা বনে যান এই অভিজ্ঞ ব্যাটার। বোল্ড হয়ে ফিরেন ব্যক্তিগত ১৩ রানে। ৪৩ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন চরম বিপাকে স্বাগতিকরা।
দলের বিপর্যয়ে আবারো ঢাল হয়ে দাঁড়ায় সাদা পোশাকে দারুণ ছন্দে থাকা লিটন দাশ। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলির সাথে মিলে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ৩৬ রানে হাসান আলীর বল মাথায় লেগে রিটায়ার্ড হার্ট হন ইয়াসির।
এরপর মেহেদী মিরাজ নামলেও দ্রুতই ফিরেন তিনিও। একপ্রান্তে থিতু হয়ে দলকে টেনে নিচ্ছিলেন লিটন। সাথে যোগ দেন ইয়াসির আলীর কনকাশন সাব হয়ে নামা নুরুল হাসান সোহান। সপ্তম উইকেটে দু’জনের ৩৮ রানের জুটি বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলো চ্যালেঞ্জিং টার্গেটের।
কিন্তু, নুরুল হাসান সোহানের ‘অবিবেচক’ শটে ছিটকে যায় বাংলাদেশ। সাজিদ খানের বল ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ে ১৫ রানে ফিরেন নুরুল। একপ্রান্তে অসাধারণ এক ফিফটি করলেও খুব বেশি সময় আর টিকতে পারেননি লিটন-তাইজুলরা।
শাহীন আফ্রিদির ফাইফর শিকারে শেষ ৪ রানে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রানেই গুড়িয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে লিটন সর্বোচ্চ ৫৯ রান করেন। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৫ ও সাজিদ খান শিকার করেন ৩ উইকেট।
এরপর ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিনের বাকিসময় দুই পাকিস্তানি ওপেনারের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। আবিদ আলি ও আব্দুল্লাহ শফিকের জোড়া ফিফটিতে দিনশেষে বিনা উইকেটে ১৩৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৯৩ রান।
সেটা হয়তো মাত্রই সময়ের ব্যাপার পাকিস্তানের জন্য!
- সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
বাংলাদেশ (প্রথম ইনিংস) – ৩৩০/১০ (১১৪.৪ ওভার); লিটন ১১৪ (২৩৩), মুশফিক ৯১ (২২৫), মিরাজ ৩৮* (৬৮) ; হাসান ২০.৪-৫-৫১-৫, শাহীন ২৭-৮-৭০-২, ফাহিম ১৪-২-৫৪-১, সাজিদ ২৭-৫-৭৯-১।
ও দ্বিতীয় ইনিংস – ১৫৭/১০ (৫৬.২ ওভার); লিটন ৫৯(৮৯), ইয়াসির আলী ৩৬ (৭২)*, মুশফিক ১৬(৩৩); শাহীন ১৫-৮-৩২-৫, সাজিদ ১৩.২-১-৩৩-৩, হাসান ১১-০-৫২-২।
পাকিস্তান ( প্রথম ইনিংস) – ২৮৬/১০ (১১৫.৪ ওভার); আবিদ ১৩৩ (২৮২), শফিক ৫২ (১৬৬), ফাহিম ৩৮* (৮০); তাইজুল ৪৪.৪-৯-১১৬-৮, এবাদত ২৬-৭-৪৭-২, মিরাজ ৩০-৭-৬৮-১।
ও দ্বিতীয় ইনিংস – ১৩৩/০ (৩৩ ওভার); আবিদ ৫৬(১০৫), শফিক ৫৩(৯৩)।