শেষ দিনে পাকিস্তানের জন্য পাওয়াটা ছিলো সময়ের ব্যাপার মাত্র। সাগরিকায় প্রথম টেস্টের শেষদিনে প্রথম সেশনেই জয় তুলে নেয় পাকিস্তান। বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চট্রগ্রাম টেস্টে জয় তুলে নিয়েছে সফরকারীরা।
৯৩ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের দাপুটে ব্যাটিংয়ে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে পাকিস্তান। দলীয় ১৫১ রান জয় থেকে মাত্র ৫১ রান দূরে থাকতে মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন আবদুল্লাহ শফিক। ১২৯ বলে ৭৩ রানের দারুন এক ইনিংস শেষে ফিরেন শফিক।
ধীরে ধীরে ব্যক্তিগত সেঞ্চুরির সাথে সাথে জয়ের দিকেই এগোচ্ছিলেন আবিদ আলী। তবে ব্যক্তিগত ৯১ রানে জয় থেকে মাত্র ৩১ রান দূরে থাকতে তাইজুলের ঘূর্ণিতে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেন আবিদ। মাত্র ৯ রানের জন্য জোড়া সেঞ্চুরি মিস করেন তিনি।
তবে আজহার আলী ও বাবর আজমের ব্যাটে বাকি পথটা সহজেই পাড়ি দেয় পাকিস্তান। আজহারের ২০ ও বাবরের ১৩ রানে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সাগরিকায় বড় জয় পায় সফরকারীরা।
এর টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটনের সেঞ্চুরি ও মুশফিকের ৯১ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৩০ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলীর সেঞ্চুরি ও আব্দুল্লাহ শফিকের ফিফটির পরেও তাইজুলের ম্যাজিকাল ঘূর্ণিতে ২৮৬ রানেই গুড়িয়ে যায় পাকিস্তান। ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শাহীন আফ্রিদির বোলিং তোপে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে ঢাল হয়ে দাঁড়ায় লিটনের ব্যাট। লিটনের ফিফটিতে শেষ পর্যন্ত ১৫৭ রানেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২০২ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনারের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের জোড়া ফিফটিতে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।
- সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
বাংলাদেশ (প্রথম ইনিংস) – ৩৩০/১০ (১১৪.৪ ওভার); লিটন ১১৪ (২৩৩), মুশফিক ৯১ (২২৫), মিরাজ ৩৮* (৬৮) ; হাসান ২০.৪-৫-৫১-৫, শাহীন ২৭-৮-৭০-২, ফাহিম ১৪-২-৫৪-১, সাজিদ ২৭-৫-৭৯-১।
ও দ্বিতীয় ইনিংস – ১৫৭/১০ (৫৬.২ ওভার); লিটন ৫৯ (৮৯), ইয়াসির আলী ৩৬* (৭২), মুশফিক ১৬ (৩৩); শাহীন ১৫-৮-৩২-৫, সাজিদ ১৩.২-১-৩৩-৩, হাসান ১১-০-৫২-২।
পাকিস্তান ( প্রথম ইনিংস) – ২৮৬/১০ (১১৫.৪ ওভার); আবিদ ১৩৩ (২৮২), শফিক ৫২ (১৬৬), ফাহিম ৩৮* (৮০); তাইজুল ৪৪.৪-৯-১১৬-৮, এবাদত ২৬-৭-৪৭-২, মিরাজ ৩০-৭-৬৮-১।
ও দ্বিতীয় ইনিংস – ২০৩/২ (৫৮.৩ ওভার); আবিদ ৯১ (১৪৮), শফিক ৭৩ (১২৯), আজহার ২০* (৪৮), বাবর ১৩* (২৫); মিরাজ ১৮.৩-৪-৫৯-১, তাইজুল ২৮-৪-৮৯-১।
ফলাফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।