মুম্বাইয়ে বৃষ্টি বাঁধা টপকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে ব্যাট হাতে আগারওয়ালের সেঞ্চুরি ও বল হাতে আজাজ প্যাটেলের দাপটে সমান সমান লড়াইয়ে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২২১ রান।
ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ছিলো ভেজা। যার কারণে প্রথম সেশনের পুরো খেলাই ভেস্তে যায়। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হলে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইনজুরির কারণে ছিটকে যান আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মা। এদিকে বিশ্রাম থেকে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। অপরদিকে ইনজুরিতে ছিটকে যান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন টম ল্যাথাম।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করে ভারত। দুই ওপেনার শুভমান গিল ও মায়াঙ্ক আগারওয়ালের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন। দু’জনে মিলে কোনো বিপদ ছাড়াই গড়েন পঞ্চাশোর্ধ জুটি। ভারতের ওপেনিং জুটি ভাঙতে হিমসিম খাচ্ছিলেন সাউদি-জেমিসনরা। এরপর দলীয় ৮০ রানে আজাজ প্যাটেলের বলে ব্যক্তিগত ৪৪ রানে গিল ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। নিজের পরের ওভারে ওই ৮০ রানেই শূন্য রানে চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিকে ফেরান আজাজ! বিনা উইকেটে ৮০ থেকে স্কোর তখন ৩ উইকেটে ৮০ রান।
হটাৎ ম্যাচের মোড় পালটে গিয়ে ব্যাটিং বিপর্যয়। এরপর চতুর্থ উইকেটে আগারওয়াল ও শ্রেয়াস আইয়ারের জুটি দলকে উদ্ধার করে। দু’জনে মিলে পরের উইকেটে যোগ করেন ৮০ রান। একপ্রান্তে অসাধারণ ব্যাট করে আগারওয়াল তুলে নেন ফিফটি। ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন তিনি। এর মাঝে দলীয় ১৬০ রানে আজাজ প্যাটেলের চতুর্থ শিকার হয়ে ব্যক্তিগত ১৮ রানে ফিরেন আইয়ার। ১৬০ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে ছিলো ভারত।
সেখান থেকে ঋদ্ধিমান সাহাকে নিয়ে জুটি গড়েন আগারওয়াল। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরিও করেন তিনি। দলের বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ায় আগারওয়ালের ব্যাটে। দিনশেষে আগারওয়ালের অপরাজিত ১২০ আর সাহার ২৫ রানে ৪ উইকেটে ২২১ রান নিয়ে দিনশেষ করেছে ভারত। বৃষ্টি বাঁধায় প্রথম দিনে ২০ ওভার কম খেলা হয়।
সংক্ষিপ্ত স্কোর
টসঃ ভারত
ভারত (১ম ইনিংস) – ২২১/৪ (৬০ ওভার); আগারওয়াল ১২০(২৪৬)*, গিল ৪৪(৭১), ঋদ্ধিমান সাহা ২৫(৫৩)*, আইয়ার ১৮(৪১); আজাজ ২৯-১০-৭৩-৪।