ব্যাটিং বিপর্যয়ের পাঁচ পদ

টেস্ট ক্রিকেটে অনেক বড় বড় সংগ্রহই আমরা দেখেছি। বিশেষ করে আগে দলগুলো প্রায়ই লম্বা সময় ধরে ব্যাটিং করতো। যেমন ভারতের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। ১৯৯৭ সালে সেই টেস্টে ৬ উইকেট হারিয়ে ৯৫২ রান করেছিল লংকানরা। তবে এর উল্টো চিত্রও আছে। টেস্ট ক্রিকেটে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ার অনেক চিত্রও আমরা দেখেছি।

ভারতে এমনিতে ব্যাটিং উইকেটই বেশি। তবে ভারতে কখনো কখনো টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করা হয় স্পিনিং উইকেট। সেই সময় ব্যাটসম্যানদের জন্য ভারতের স্পিনারদের খেলা মোটামুটি অসাধ্য হয়ে যায়। ফলে ভারতের মাটিতে অনেক বড় বড় ব্যাটসম্যানরা এসেও হিমসিম খেয়েছেন। ভারতের মাটিতে টেস্টে সমচেয়ে কম দলীয় স্কোর নিয়েই এই তালিকা।

  • ইংল্যান্ড (২০২১): ৮১ রানে অল আউট

এই বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড দল। সেই সফরের এক টেস্ট ম্যাচে মাত্র ৮১ রানেই অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে এই ব্যাটিং বিপর্যয় দেখেছিল ইংল্যান্ড।

সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১২ রান করেছিল তাঁরা। জবাবে ভারত করেছিল ১৪৫ রান। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৮১ রানেই অল আউটের লজ্জা পায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত সেই ম্যাচে ১০ উইকেটের জয় পেয়েছিল ভারত।

  • দক্ষিণ আফ্রিকা (২০১৫): ৭৯ রানে অল আউট

২০১৫ সালে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল। সেবার চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়ারা। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতও খুব বড় স্কোর করতে পারেনি। তাঁরা অল আউট হয়েছিল ২১৫ রানে। তবে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

সেই ইনিংসে সর্বোচ্চ রান এসেছিল জেপি ডুমিনির ব্যাট থেকে। তিনি করেছিলেন ৩৫ রান। পরে সেই ম্যাচে ভারতের কাছে ৩১০ রানের টার্গেট পায় প্রোটিয়ারা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসেও অল আউট হয় ১৮৫ রানেই।

  • ভারত (২০০৮): ৭৬ রানে অল আউট

অবাক হওয়ার মত এক কাণ্ডই বটে। প্রতিপক্ষকে ফাঁদে ফেলার জন্য যেই পিচ ভারত বানিয়েছিল সেই টেস্টে ভারত নিজেই পা দিয়েছিল সেই টেস্টে। ২০০৮ সালে তিন ম্যাচের টেস্ট সরিজ খেলতে ভারত আসে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ৭৬ রানেই অল আউট হয়ে যায় ভারত। নিজেদের মাটিতে তৃতীয় সর্বনিন্ম স্কোর করার লজ্জা পায় ভারত।

ওই ইনিংসে একমাত্র ইরফান পাঠান ও মহেন্দ্র সিং ধোনিই দুই অঙ্কের স্কোর করতে পেরেছিল। যদিও সেই পিচেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে। শেষ পর্যন্ত টেস্টে ইনিংস ও ৯০ রানে হারে ভারত।

  • ভারত (১৯৮৭): ৭৫ রানে অল আউট

নিজেদের মাটিতে অল্প রানে অল আউট হওয়ার লজ্জা ভারতীয় দল পেয়েছিল আরো একবার, সেটা সেই আশির দশকে। তবে এবার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে ক্যারিবীয় বোলিং লাইন আপের বিপক্ষে দ্বিতীয় সর্বনিন্ম স্কোর করে অল আউট হয় ভারত।

১৯৮৭ সালের সেই টেস্ট ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানেই অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জবাবে ব্যাট করতে নেমে ভারত অল আউট হয়েছিল মাত্র ৭৫ রানেই।

  • নিউজিল্যান্ড (২০২১): ৬২ রানে অল আউট

ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম স্কোরার লজ্জা এখন নিজেদের গাঁয়ে মেখেছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড টেস্টের রোমাঞ্চ ছড়িয়েছে অন্য মাত্রায়। প্রথম ইনিংসে ভারতের ১০ টি উইকেট একাই তুলে নেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল।

তবে জবাবে ব্যাট করতে নেমে স্পিনিং উইকেটের তীব্রতা টের পায় কিউইরা। ভারতের বিপক্ষে মাত্র ৬২ রানেই অল আউট হয়ে যায় তাঁরা। নিউজিল্যান্ডের ৮ ব্যাটসম্যানই আউট হয়েছেন এক অঙ্কের স্কোর করে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link