আর এক মাস বাদেই পর্দা উঠবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের। তার আগে নিজেদের ঝালাই করে নিতে ভারতের মাটিতে তিন দলের টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ যুবারা। ভারত অনূর্ধ্ব ১৯ এ দল, ভারত অনূর্ধ্ব ১৯ বি দল এবং বাংলাদেশ সহ তিন দলের এই টুর্নামেন্ট।
গেল যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়ে প্রথমবার শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা। ভারতের জন্য তাই প্রতিশোধের বড় এক সুযোগ। টুর্নামেন্টের তিন দলের দুই দলই তো ভারতের!
কিন্তু প্রতিশোধের ভাবনা উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল! ফাইনালে ভারত অনূর্ধ্ব ১৯ বি দলের বিপক্ষে ১৮১ রানের বিশাল জয়ে চ্যাম্পিয়ন হয় যুবারা। অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের ধারাটাও বজায় রইলো। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের যুবাদের সামনে পাত্তা পায়নি ভারতের যুবারা। প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব ১৯ এ দলকে ২ উইকেটে হারায় বাংলাদেশ দল।
নিজেদের পরের ম্যাচেই ভারত অনূর্ধ্ব ১৯ বি দলের বিপক্ষে ১১৩ রানের বিশাল জয় পায় সাকিব-রাকিবুলরা। তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব ১৯ এ দলের বিপক্ষে ৬ রানের জয়! টানা তিন জয়ে ফাইনাল তখন নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ যুবারা। শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। এরপর ফাইনালে ভারত অনূর্ধ্ব ১৯ বি দলকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুবারা।
এই টুর্নামেন্টের আগেই ঘরের মাটিতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৫-০ তে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ যুবারা। যদিও ওই সিরিজে বাংলাদেশ দলের অনেক নিয়মিত মুখই ছিলেন না। বিশ্বকাপের আগে প্রস্তুতির ষোলকলা পূর্ণ করতে ভারত সফরটা ছিলো বেশ গুরুত্বপূর্ণ। আর সেই টুর্নামেন্ট জিতে বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা যেনো আবারো জানান দিলো বিশ্বচ্যাম্পিয়নরা।
৪ ম্যাচে ২২৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। বিশ্বকাপের মঞ্চে এবার বাংলাদেশের জন্য তিনি হতে পারেন তুরুপের তাস। টপ অর্ডারে খেলা ব্যাটার আইচ মোল্লাও আছেন দারুণ ফর্মে। অধিনায়কের দায়িত্ব থাকছে রাকিবুলের ঘাড়েই। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা রাকিবুলের সাথে থাকবেন তানজিম হাসানও। সব মিলিয়ে আসন্ন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্ত প্রতিপক্ষ হিসেবেই যাবে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা একদিকে পাকিস্তানের বিপক্ষে নাকানিচুবানি খাচ্ছে। ঠিক যেন তার উল্টো চিত্র ইডেন গার্ডেন্সে। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জয় বাংলাদেশ যুবাদের। বিশ্ব ক্রিকেটে জাতীয় দলের অর্জনের খাতা ‘প্রায়’ খালি হলেও যুবাদের ঝুলিতে আছে বিশ্বকাপ সহ বেশ কিছু বড় জয়।
বাংলাদেশের যুবাদের সাফল্য যেনো আশা জাগিয়েছে ক্রিকেট ভক্তদের মনেও। যুবাদের সাফল্য একদিকে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে, তেমনি সিনিয়রদের পারফরম্যান্সে যেন আশার প্রদীপ এখন নিভু নিভু করছে।
এক মাস পরেই বিশ্বকাপ। ভারতের মাটিতে টুর্নামেন্ট জয়ে ফুরফুরে মেজাজেই আছে যুবারা। এখন লক্ষ্য আরেকটি বিশ্বকাপ শিরোপা। যুবারা কি পারবে আরেকবার বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে?