বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন রঙ্গনা হেরাথ। লম্বা মেয়াদে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন। বিসিবির সাথে তিনি দুই বছরের চুক্তি করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই খবর নিশ্চিত করেছে।
এর অর্থ হল ২০২৩-এর নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে কাজ করবেন। কাল দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে দলের সাথে থাকবেন হেরাথ।
এর আগে গেল জিম্বাবুয়ে সফর থেকে স্পিন পরামর্শক হিসেবে দলের সাথে ছিলেন হেরাথ। ছিলেন দেশের মাটিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের ডাগ আউটেও দেখা গেছে সর্বকালের অন্যতম সেরা এই বাঁ-হাতি স্পিনারকে।
হেরাথের কোচিং ক্যারিয়ার বড় না হলেও সমৃদ্ধ ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। শ্রীলঙ্কার হয়ে মাত্র ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট শিকার করেছেন এই স্পিনার। এছাড়া ৭১ ওয়ানডেতে ৭৪ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আর ১৭ টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ১৮ উইকেট।
দু’টি টেস্ট খেলতে বাংলাদেশ দল যাচ্ছে নিউজিল্যান্ডে। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে টাউরাঙ্গার বে ওভালে। পরেরটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
নতুন বছরের প্রথম দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু নয় জানুয়ারি। এই সিরিজ সামনে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
নিউজিল্যান্ডে এটি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চতুর্থ সফর। এই সফরগুলোতে তো বটেই, সব মিলিয়ে নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ।
এর আগে চলতি বছর মার্চ মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। চোটের কারণে সেই দলে ছিলেন না সাকিব। আর এবার তিনি ছুটি নিয়ে সরে দাঁড়ালেন।
কাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। এরপর দু’টি প্রস্তুতি ম্যাচ ও দুটি টেস্ট। সফর সব মিলিয়ে মোট পাঁচ সপ্তাহের।