বলিউডের বিখ্যাত ছবি ‘শোলে’। সেই আলোচিত চরিত্রের জয়-বীরু জুটির মতোই ২২ গজ মাতাচ্ছেন বাবর-রিজওয়ান জুটি। চলতি বছর টি-টোয়েন্টিতে সেরা জুটির কথা আসলে নি:সন্দেহে সবার উপরে থাকবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের নাম।
এই দু’জনের কাঁধে চড়ে এ বছর টি-টোয়েন্টিতে উড়ন্ত ফর্মে আছে পাকিস্তান। ভাগ্য সহায় না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পড়লেও জয়ের দিক থেকে বছরের সেরা টি-টোয়েন্টি দলটি পাকিস্তানই।
আর পাকিস্তানের এই সাফল্যের পেছনের মূল কারিগর বাবর-রিজওয়ান জুটি। চলতি বছর দু’জনে মিলে খেলেছেন ৩০ ইনিংস। এই ৩০ ইনিংসে ৫৬.৪৭ গড়ে দু’জনে মিলে করেছেন ১৬৪৭ রান। চার ফিফটি ছাড়াও আছে সাত সেঞ্চুরির জুটি! এ বছর আর কোনো জুটিই ছুঁতে পারেননি হাজার রানের মাইলফলক।
এর মাঝে শুধু টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে প্রায় ৫৮ গড়ে দু’জনে মিলে গড়েছেন ১৩৮০ রান! আছে ৬ সেঞ্চুরি ও ৩ ফিফটির জুটি! শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিই নয়, পুরো টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম জুটি হিসেবে এক ক্যালেন্ডার বছরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর-রিজওয়ান।
চলতি বছরই সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়ে রেকর্ড গড়েন বাবর-রিজওয়ান। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রানের জুটি। চলতি বছর চার ইনিংসে ১৫০+ রানের জুটি গড়েছেন বাবর-রিজওয়ান। টি-টোয়েন্টিতে সর্বোচ্চবার দেড়শোর্ধ্ব রানের জুটি গড়ার রেকর্ডটাও এই দু’জনের নামে। দ্বিতীয় থাকা রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দেড়শোর্ধ্ব রানের জুটি গড়েছেন দুইবার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির জুটিটাও এই দু’জনের দখলে। এখন পর্যন্ত ৬ বার দু’জনে মিলে গড়েছেন সেঞ্চুরির জুটি। যার মধ্যে চারবার সেই জুটি পার হয়েছে দেড়শো রান! চলতি বছর বাবর-রিজওয়ান মিলে ওভারঅল তিন ফরম্যাটে মোট সাতটি সেঞ্চুরির জুটি গড়েছেন। যার মধ্যে অবশ্য ছয়টিই টি-টোয়েন্টিতে।
আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সাতবার সেঞ্চুরির জুটি গড়ে বাবর-রিজওয়ান নাম লিখিয়েছেন আরেক রেকর্ডে। এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সাতবার সেঞ্চুরির জুটি করেছেন মোট চার জুটি। ১৯৯৩ সালে অজি তারকা মার্ক ওয়াহ ও ডেভিড বুন, ২০০৭ সালে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি, ২০১৫ সালে রস টেলর ও কেন উইলিয়ামসনের পর এই তালিকার সবশেষ সংযোজন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
২০১৬ সালে টি-টোয়েন্টিতে ১৮ ফিফটি করে এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়েন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। প্রায় পাঁচ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড চলতি বছর একসাথেই ভেঙেছেন বাবর ও রিজওয়ান।
২০২১ সালে ১৮ টি-টোয়েন্টিতে ১৮টি ফিফটি করেছেন রিজওয়ান। এই রেকর্ডে বিরাটের সাথে যৌথভাবে দুইয়ে আছেন তিনি। অপরদিকে, চলতি বছর টি-টোয়েন্টিতে ১৯ ফিফটিতে বিরাটের রেকর্ড ভেঙে এই তালিকার শীর্ষে আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
এক বছর আগেও টি-টোয়েন্টিতে দু’জনের পজিশন ছিলো ভিন্ন ভিন্ন। এরপর শুরু নতুন এক পথচলা। গেলো এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটের হটকেট এই বাবর-রিজওয়ান জুটি। এই জুটি যেনো থামবার নয়। ম্যাচ যতোই গড়াচ্ছে নিজেদের নাম রেকর্ড বইয়ের পাতায় পাতায় লিখে যাচ্ছেন এই দুই তারকা।
বছর জুড়েই রান ফোয়ারা ছুটিয়েছেন এই জুটি। চলতি বছরের যাত্রাটা এখানেই শেষ। নতুন বছরে পুরোনো ফর্ম ধরে রেখেই নিজেদেরকে ছাড়িয়ে যেতে চাইবেন এই দুই ব্যাটার। বাবর-রিজওয়ান জুটি যেনো প্রতিপক্ষের জন্য এক অশনি সংকেত। বাবর-রিজওয়ান জুটি সংক্ষিপ্ত ফরম্যাটে রাজার বেশেই ২২ গজে শাসন করে যাচ্ছেন। বছর ঘুরলে কি এই রানের ফোয়ারা থামবে নাকি ছুঁটতে থাকবে অদম্য গতিতে?