Social Media

Light
Dark

এলিট ‘নট আউট’ ক্লাব

ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারাটা একজন ব্যাটসম্যানের জন্য বেশ বড় ব্যাপার। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায়ই দেখা যায় দলের একজন ব্যাটসম্যান ইনিংসটা শেষ করে আসেন। এতে করে দলের লাভ হয় এছাড়া ব্যাটসম্যান নিজেও বড় ইনিংস খেলতে পারেন। আর নট আউট থাকলে ব্যাটিং গড়ও বাড়ে।

তবে টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যানের জন্য শেষ পর্যন্ত নট আউট থাকাটা বেশ কঠিন। টেস্ট ক্রিকেটে যারা শেষের দিকে ব্যাটিং করেন, মূলত বোলাররাই নট আউট থাকেন। তবে সবচেয়ে বেশিবার নট আউট থাকার জন্য নিশ্চয়ই খানিকটা ব্যাটিং স্কিলও থাকা প্রয়োজন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি নট আউট থাকা ব্যাটসম্যানদের নিয়েই এই তালিকা। যদিও, এই তালিকায় ব্যাটসম্যান খুঁজে পাওয়াই মুশকিল।

  • জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সফলতম পেস বোলার জেমস এন্ডারসন। ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা বোলারদের তালিকায় তাঁর নাম রাখা যায়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এখনো প্রতিনিয়ত নিজেকে নতুন করে প্রমাণ করছেন। লাল বলের ক্রিকেটে এই পেসারের ঝুলিতে আছে ৬৩২ উইকেট।

তবে ব্যাটসম্যান হিসেবেও এই পেসার করেছেন এক অনন্য কীর্তি। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে মোট ১০০ বার নট আউট থেকেছেন। টেস্টে মোট ২৩৪ টি ইনিংস খেলেছেন তিনি। এরমধ্যে ১০০ বারই ছিলেন অপরাজিত। এই ফরম্যাটে ব্যাট হাতে করেছেন ১২৪৯ রানও।

  • কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)

টেস্ট ক্রিকেটের আরেক কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয় এই পেসার তাঁর সময়ে বিশ্বের অন্যতম সেরাদের একজন ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্ট ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৫১৯ উইকেট।

তবে ক্যারিবীয় এই পেসার উইকেট নিলেও নিজের উইকেট দিতে বেশ কৃপণ ছিলেন। তাইতো মোট ৬১ বার টেস্টে নট আউট থেকে জায়গা করে নিয়েছেন এই তালিকায়। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮৫ টি ইনিংসে ব্যাট করেছেন তিনি। ব্যাট হাতেও করেছেন ৯৩৬ রান।

  • মুত্তিয়া মুরালিধরণ (শ্রীলঙ্কা)

ক্রিকেট ইতিহাসের সফলতম বোলার মুত্তিয়া মুরালিধরণ। টেস্টে একমাত্র বোলার হিসেবে তাঁর ঝুলিতে আছে ৮০০ উইকেট। এছাড়া সব ফরম্যাট মিলিয়ে এখনো ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কার এই স্পিনার। ক্রিকেট ইতিহাসের সফলতম এই স্পিনারও অবশ্য এই তালিকায় জায়গা করে নিয়েছেন নিজের ব্যাটিং কৃতিত্ব দিয়েই।

টেস্টে শ্রীলঙ্কার হয়ে মোট ১৬৪ ইনিংসে ব্যাটিং করেছেন মুরালিধরণ। এরমধ্যে ৫৬ বারই নিজের উইকেট দেননি তিনি। এছাড়া ব্যাট হাতে করেছেন মোট ১২৬১ রান।

  • বব উইলিস (ইংল্যান্ড)

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাহসী পেসারদের একজন বব উইলিস। মাত্র ২৬ বছর বয়সে হাঁটুর অপারেশনের পরেও ইংল্যান্ডের হয়ে ফিরে এসেছিলেন। দেশটি হয়ে খেলেছেন মোট ৯০ টি টেস্ট ম্যাচ। সেখানে ২৫.২০ গড়ে তাঁর ঝুলিতে আছে ৩২৫ উইকেট।

ওদিকে ৯০ টেস্টে বব উইলিস ব্যাট করতে নেমেছেন মোট ১৬৫ বার। সেখানে ব্যাট হাতে করেছেন ৮৪০ রান। তবে তাঁর টেস্ট ক্যারিয়ারে মোট ৫৫ বার অপরাজিত থাকার কীর্তিও আছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ নট আউট থাকার রেকর্ড।

  • ক্রিস মার্টিন (নিউজিল্যান্ড)

একবিংশ শতাব্দীর শুরুতেই টেস্ট ক্রিকেটে আগমন ঘটে ক্রিস মার্টিনের। সেই সময় নিউজিল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক পেসারদের একজন ছিলেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন মোট ৭১ টি টেস্ট ম্যাচ। সেখানে এই পেসারের ঝুলিতে আছে মোট ২৩৩ উইকেট।

এছাড়া ৭১ টেস্টে মোট ১২৬ বার ব্যাট করতে নেমেছেন ক্রিস মার্টিন। এরমধ্যে নট আউট ছিলেন মোট ৫২ বার। টেস্টে পঞ্চম সর্বোচ্চবার উপরাজিত থাকার রেকর্ড তাই ক্রিস মার্টিনের।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link