নিউজিল্যান্ডের সাদার সাধক

নিউজিল্যান্ডের হয়ে টেস্টে একশো বা তার বেশি টেস্ট খেলেছে চারজন ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে হ্যাগলি ওভাল টেস্ট খেলার পথে রস টেলর ক্যারিয়ারের ১১২তম টেস্ট খেলছেন। ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলতে নেমে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার কীর্তি গড়েছেন টেলর। নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট খেলুড়ে ক্রিকেটারের তালিকায় ড্যানিয়েল ভেট্টোরির সাথে যৌথভাবে সবার উপরে আছেন টেলর।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা চারজনের তালিকায় রস টেলর, ড্যানিয়েল ভেট্টোরি ছাড়াও আছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালাম।

  • রস টেলর

২০০৭ সালে নিউজিল্যান্ডের জার্সিতে সাদা পোশাকে অভিষিক্ত হন রস টেলর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে অভিষেকের পর থেকে খেলেছেন ১১২ টি টেস্ট। ১১২ টেস্টে এখন পর্যন্ত করেছেন ৭৬৫৫ রান।

প্রায় ৪৫ গড়ে ১৯ সেঞ্চুরি আর ৩৫ টি ফিফটি নিজের নামে করেছেন এই তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ডের হয়ে তিনি এখন যৌথভাবে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলুড়ে ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে চলতি হ্যাগলি ওভাল টেস্টই ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে রসের।

  • ড্যানিয়েল ভেট্টোরি

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ক্যারিয়ারে খেলেছেন ১১২ টি টেস্ট। দীর্ঘসময় তিনিই ছিলেন নিউজিল্যান্ডের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি ম্যাচ খেলুড়ে ক্রিকেটার।

সেই ১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেকের পর থেকে ১১২ টেস্টে ৩০ গড়ে ৪৫৩১ রান আর বল হাতে ৩৪ গড়ে শিকার করেছেন ৩৬২ উইকেট। ক্যারিয়ারে ৫ উইকেট শিকার করেছেন ২০ বার! ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা বাঁ-হাতি স্পিনার তিনি।

  • স্টিফেন ফ্লেমিং

১৯৯৪ সালে ভারতের বিপক্ষে হ্যামিল্টনে টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের। নিউজিল্যান্ডের হয়ে ১১১ টি টেস্টে ৪০ গড়ে ৭১৭২ রান করেছেন সাবেক এই তারকা। ৯ সেঞ্চুরি আর ৪৬ ফিফটি নিজের ঝুলিতে পুরেছেন সাবেক এই অধিনায়ক।

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলেছেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আজো নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা অধিনায়কের একজন তিনি।

  • ব্রেন্ডন ম্যাককালাম

২০০৪ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের জার্সি গায়ে ১০১ টি টেস্ট ম্যাচ খেলেছেন সাবেক বিধ্বংসী ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। অভিষেকের পর সাদা পোশাকে এক টানা ১০১টি ম্যাচ খেলেন ম্যাককালাম। এই ১০১ টেস্টে ৩৯ গড়ে ৬৪৫৩ রানের মালিক এই কিউই তারকা।

১২ সেঞ্চুরি আর ৩১টি ফিফটি নিজের নামে করেছেন ম্যাককালাম। নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলুড়ে ব্যাটার তিনি। বর্তমান নিউজিল্যান্ডের ভয়ডরহীন মানসিকতার অন্যতম রূপকার তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link