দুই বছরের অপেক্ষার পর আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আবারো দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট পাড়া। আলোচনা শুরু হয়েছে দল ও ক্রিকেটারদের নিয়ে। কোন ক্রিকেটাররা এবারের বিপিএলে নজর কাড়তে পারেন সেটা নিয়েও চলছে জোর আলোচনা।
বিপিএলে আছেন অনেক তারকা। তবে নতুন করে এই আসর থেকেই তারকা হয়ে উঠতে পারেন ক’জন ক্রিকেটার। আর তাদের নিয়েই এই তালিকা।
- উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
কাউন্টি ক্রিকেটে নিজের হার্ড হিটিং অ্যাবিলিটির কারণে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন উইল জ্যাকস। এই মৌসুমে ১২ ইনিংস ব্যাট করে তাঁর ব্যাট থেকে এসেছে ২০৯ রান।
তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫০ ছুঁই ছুঁই। এছাড়া আবুধাবিতে বাংলা টাইগার্সের হয়েও খেলেছেন এ বছর। আর বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসছেন তিনি। ফলে এবারের বিপিএলেও ব্যাট হাতে ঝড় তুলতে পারেন উইল জ্যাকস।
- কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
টি-টোয়েন্টি ক্রিকেটে সবসময়ই ক্যারিবীয় ব্যাটারদের আলাদা বাজারদর থাকে। ওয়েস্ট ইন্ডিজের এই টপ অর্ডার ব্যাটসম্যানও চার-ছয় মারতে পারার দক্ষতা দিয়ে পরিচিতি লাভ করেছেন।
এ বছর ক্যারিবীয় প্রিমিয়ার লিগে পাওয়ার প্লেতে এই ব্যাটসম্যান ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আর বিপিএলে তিনি খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ফলে চট্টগ্রামকে ভালো শুরু এনে দিতে পারেন লুইস।
- পারভেজ হোসেন ইমন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম বড় ভবিষ্যৎ ভাবা হয় পারভেজ হোসেন ইমনকে। এছাড়া এই ওপেনার গত দুই বছরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড আছে।
আক্রমণাত্মক এই ওপেনার জাতীয় দলের দরজায়ও কড়া নাড়ছেন। ফলে এবারের বিপিএলে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে তাঁর উপরই।
- তানভির ইসলাম ( কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
গত দুই বছরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল স্পিনারদের একজন তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাত্র ৯.৩৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট।
এছাড়া বাংলাদেশের পিচে বাঁহাতি এই স্পিনার হতে পারেন দারুণ কার্যকর। এবার কুমিল্লার হয়ে মাঠে নামবেন তানভীর। তিনিও থাকবেন আমাদের ওয়াচ লিস্টে।
- ফজলহক ফারুকী (মিনিস্টার গ্রুপ ঢাকা)
আফগানিস্তানের পেস বোলিং অ্যাটাকের নতুন সেনশেসন ফজল হক ফারুকি। টি-টোয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যেই পুরো বিশ্বের নজর কেড়েছেন। বাঁহাতি এই পেসারের মূল শক্তি তাঁর ইন স্যুইং ও কাটার।
বাংলাদেশের কন্ডিশনে যা বেশ কার্যকর হতে পারে। এছাড়া গতবছর আইপিএলেও দল পেয়েছিলেন এই পেসার। ফলে এবার বিপিএলে নজরে থাকবেন আফগান এই পেসার।
- ওবেদ ম্যাককয় (ফরচুন বরিশাল)
গতবছর ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকেও ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই বোলার। মূলত তাঁর স্লোয়ার বল দিয়েও আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন এই পেসার।
যদিও গত বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর কোন ম্যাচ খেলেননি এই পেসার। এবার বিপিএলে মাঠ মাতাতে আসছেন এই পেসার। ফলে বাংলাদেশে তাঁর স্লোয়ার কতটা কার্যকর হতে পারে সেটাই দেখার অপেক্ষা।
- জ্যাক লিনটট (ফরচুন বরিশাল)
ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনার এবছর সাউদার্ন ব্রেভসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। যদিও ফরচুন বরিশালে বাংলাদেশের সেরা দুইজন বাঁহাতি স্পিনারও খেলছেন।
সাকিব আল হাসান ছাড়া স্পিন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন তাইজুল ইসলামও। ফলে দলে আরেকজন বিদেশি বাঁহাতি স্পিনারের সুযোগ পাওয়াটা বেশ কঠিন।
- মুনিম শাহরিয়ার (ফরচুন বরিশাল)
এবারের বিপিএলে ফরচুন বরিশালের আরেক তরুণ তুর্কী মুনিম শাহরিয়ার। প্রথমে কোন দল না পেলেও পরে বরিশাল তাঁকে দলে নেয়।
যদিও গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন মুনিম শাহরিয়ার। শক্তিশালী আবাহনীর মত দলের হয়ে ওপেন করে নজর করেছেন সবার। ফলে বিপিএলে একাদশে সুযোগ পেলে তাঁর কাছ থেকে ভালো কিছুই আশা করবে ফরচুন বরিশাল।