অধিনায়ক ইস্যুতে কাঁপছে না ভারত!

বুধবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় লোকেশ রাহুলের দল। সাম্প্রতিক সময়ে বিরাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো, নতুন কোচিং প্যানেল, নতুন অধিনায়ক - সব মিলিয়ে দলের ভেতরের অবস্থা অনেকটাই আগোছালো।

বুধবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় লোকেশ রাহুলের দল। সাম্প্রতিক সময়ে বিরাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো, নতুন কোচিং প্যানেল, নতুন অধিনায়ক – সব মিলিয়ে দলের ভেতরের অবস্থা অনেকটাই আগোছালো।

তবে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের নতুন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ মনে করেন এই পরিবর্তন গুলোতে দলের ভিতরে কোনো প্রভাব পড়বে না। সবাই একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল আছে এবং পূর্বে যেভাবে সাপোর্ট করে আসছে সেভাবেই সামনেও করবে।

নতুন এই সহ অধিনায়ক এই ব্যাপারে বলেন, ‘দেখুন আমি তো সবার কথা বলতে পারবো না। তবে আমার জন্য বলতে গেলে এই সিদ্ধান্ত আমাদের মধ্যে কোনো পার্থক্য গড়ে দিবে না। আমরা সবাই সিদ্ধান্তগুলো মেনে নিয়েছি এবং সবাই সব সিদ্ধান্ত খুশি মনে মেনেছে। সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল এবং তারা জানে কিভাবে সবকিছু এগোচ্ছে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে, আমরা অনেক কিছু শিখতে পারছি।’

তিনি আরো বলেন সবার পরিকল্পনা দলের জন্য সেরাটা দেওয়া। আর সবাই যথেষ্ট সময় ধরেই ক্রিকেট খেলেছে। তারা জানে সবকিছুই একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি বলেন, ‘আমি মনে করি না কেউ সমস্যা মনে করছে বা কেউ কোনো বিব্রত পরিস্থিতিতে আছে এই পরিবর্তন গুলোর কারণে। সবাই চেইন সিস্টেমটা বুঝতে পারে। সবাই যথেষ্ট ক্রিকেট খেলেছে এইটুক বোঝার জন্য যে সবকিছুই একটা নিয়মের মধ্যে দিয়ে যায়। এভাবে সামনে এগোতে হবে। তাই সবাই মুখিয়ে আছে দলের হয়ে সেরাটা দিতে এবং এই পরিবর্তন গুলোর সাথেই নিজেদের মানিয়ে নিতে।’

নতুন দায়িত্ব পাওয়ার পরই অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বিরাটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বুমরাহ সেই দায়িত্ব নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনি প্রস্তুত যেকোনো পজিশনে যেকোনো অবস্থায় দলকে কিছু দিতে। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় অবশ্যই আপনি এটা নিয়ে চিন্তা করবেন। তবে আমি এটা নিয়ে ভাবছিনা না। আমি আমার কাজকে ভালোবাসি, সেটায় সেরাটা দিতে চাই। কোনো পদে থাকা না থাকাটা কোনো ব্যাপার না। আমি সবসময়ই চাই নিজের জায়গা থেকে সেরাটা দিতে। তাই যদি কোনো সুযোগ দেওয়া হয় এটা বেশ সম্মানের এবং এর চেয়ে বড় খুশির কিছু নেই। তবে আমি নেতৃত্ব দেওয়ার মতো কোনো পজিশনে না থাকলেও আমি শুধু চিন্তা করবো দলের জন্য সেরাটা দেওয়ার, কারণ এটাই আমার দায়িত্ব। যেকোনো মূহুর্তে দলে একে অপরকে সাহায্য করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘কোনো সুযোগ পাওয়া, সেটা অবশ্যই সম্মানের। আমার মনে হয় না কোনো প্লেয়ার এখানে না করবে, আমার ক্ষেত্রেও তাই। আমি কোনো দায়িত্বে থাকলে অবশ্যই আমার সাধ্যমত চেষ্টা করবো সেরাটা দিতে। আমি ওই পরিস্থিতিও একই ভাবেই দেখবো। কোনো অতিরিক্ত দায়িত্ব বা অতিরিক্ত চাপ নিয়ে আমাকে সতর্ক থাকতে হবে। এটাই আমার অ্যাপ্রোচ ছিল সবসময় এবং সামনেও থাকবে।’

বুমরাহ মনে করেন অধিনায়কত্ব না থাকলেও কোহলির অভিজ্ঞতা এবং দলে থাকাটা দলের জন্য বড় ব্যাপার। বিরাটের নির্দেশনা দলকে গুরুত্বপূর্ণ অবস্থায় সঠিক পথ দেখাতে পারবে বলেও মনে করেন এই পেসার। তিনি বলেন, ‘সে লম্বা সময় অধিনায়ক ছিলো। তাঁর অভিজ্ঞতা এবং সাপোর্ট সবসময়ই আমরা ব্যবহার করবো দলের জন্য। তাঁর অবদান সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। সে যখনি দলে থাকে নিজের সেরাটাই দিতে চায় এবং সবসময়ই সাপোর্ট করে। সে আমাদেরকে সাজেশন দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমরা সেসব নিয়েই ভাবছি। এটাই সবসময় হয়ে আসছে এবং সামনেও হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...