নীরব চেয়ে থাকা চোখের আলোয়

সকালেই সাবেক কিংবদন্তি অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক রড মার্শের বিদায়ে দু:খ প্রকাশ করে টুইট করলেন! আর ১২ ঘন্টা না পেরোতেই শেন ওয়ার্ন নিজেই বিদায় নিলেন পর পারে! মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের বিদায়ে স্তব্ধ ক্রিকেট বিশ্ব!

কেউই যেন বিশ্বাস করতে পারছেন না তিনি নেই! এইতো গেলো দুই দিন আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের কোচ হবার। কিন্তু হুট করেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই ক্রিকেট কিংবদন্তি!

ওয়ার্নের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় ওপেনার রোহিত শর্মা টুইট বার্তায় লিখেন, ‘আমি সত্যি বাকরুদ্ধ! এটা সত্যি দু:খজনক। ক্রিকেটের একজন কিংবদন্তি এবং চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি বিশ্বাস করতে পারছিনা।’

সাবেক ভারতীয় তারকা সুরেশ রায়না টুইট বার্তায় লেখেন, ‘ক্রিকেট কিংবদন্তির এমন বিদায়ে সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি। সে মাঠের ক্রিকেটে সবসময়ই একজন ম্যাজিশিয়ান।’

কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা স্যার ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য! আমি সত্যি হতবাক! এটা সত্যি হতে পারে না। আমার অনূভুতি বলার মতো না। ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি!

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি। তার ম্যাজিকেল স্পিনে তরুন প্রজন্মের জন্য ছিলেন অনুপ্রেরণা। তোমাকে সবসময়ই মিস করবো। তোমার পরিবার, বন্ধু এবং ভক্তদের জন্য ভালোবাসা রইলো।’

লঙ্কান কিংবদন্তি তারকা কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘সত্যি অবাক হয়েছি এটা শুনে! সে একজন কিংবদন্তি এবং আমার বন্ধু। সত্যি বিশ্বাস করতে পারছিনা।’

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্শ ভোগলে টুইট বার্তায় বলেছেন, ‘আমি খুব কষ্ট পাচ্ছি। বলার কোনো ভাষা নেই! আমি ভাগ্যবান ছিলাম যে তাকে ভালোভাবে জানতাম। তার ম্যাজিক সবসময়ই থাকবে।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার টুইট বার্তায় লেখেন, ‘কিংবদন্তি তারকা শেন ওয়ার্নের মৃত্যুর খবর শুনলাম। কতটা বিস্মিত হয়েছি এবং দু:খ পেয়েছি তা বোঝাতে পারবো না। কিংবদন্তি! কি অসাধারণ মানুষ এবং দারুন এক ক্রিকেটার।’

ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন লিখেছেন, ‘আমি যখন আমার জার্সি হাতে পেলাম, আমার নতুন স্কোয়াডের সাথে। সবকিছু এসেছিলো একজনের হাত ধরে। তিনি আমার আইডল। এজন্যই আমি লেগ স্পিন করি। আর এই কারণেই আমি ২৩ নম্বর জার্সি পড়ি। ক্রিকেট বিশ্বের জন্য দু:খজনক খবর। একজন সত্যিকারের কিংবদন্তি।’

সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ নিজের টুইটার আইডিতে লেখেন, ‘সত্যি বিশ্বাস করতে পারছিনা।’

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘ক্রিকেটের দুই কিংবদন্তি আমাদের ছেড়ে চলে গেলো। আমি শব্দ হারিয়ে ফেলেছি, সত্যি হৃদয়বিদারক। আমার দোয়া ও ভালোবাসা রইলো মার্শ ও ওয়ার্নের ফ্যামিলির জন্য। আমি সত্যি বিশ্বাস করতে পারছিনা।’

কিংবদন্তি পাকিস্তানি তারকা ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আমি সত্যি হতবাক এবং দু:খিত আমার বন্ধুর এমন হুট করে চলে যাওয়ার সংবাদ পেয়ে। সে সবসময়ই আমার সাথে যোগাযোগ করতো এবং খুব হেল্পফুল ছিলো। একজন আইকনিক বোলার ছাড়াও সে ছিলো দারুন এক এন্টারটেইনার। আমার সমবেদনা রইলো তার পরিবারের প্রতি।’

ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল টুইট বার্তায় বলেছেন, ‘শান্তিতে ঘুমাও কিংবদন্তি।’

দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি লেখেন, ‘সত্যি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা হিসেবেই খেলেছেন। তাঁর থেকেই সবসময়ই শেখার চেষ্টা করতাম।’

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি শোক জানিয়ে লিখেছেন, ‘জীবন সত্যি আনপ্রেডিক্টেবল। আমি সত্যি মানতে পারছি না ক্রিকেট বিশ্বের এই সেরার বিদায়। এমন এক মানুষ যার সাথে মাঠের বাইরেও ভালো সম্পর্ক।’

কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা টুইট বার্তায় লেখেন, ‘বাকরুদ্ধ! আমি জানিনা কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো। আমার বন্ধু চলে গেছে। আমরা ইতিহাসের অন্যতম সেরা এক স্পোর্টসম্যানকে হারালাম। আমার সমবেদনা রইলো তার পরিবারের প্রতি।’

কিংবদন্তি ভারতীয় তারকা শচীন টেন্ডুলকার নিজের টুইটার আইডিতে বলেছেন, ‘হতবাক! দু:খী! তোমাকে মিস করবো ওয়ার্নি। মাঠে কিংবা মাঠের বাইরে কখনোই তোমার সাথে খারাপ সময় কাটেনি। আমাদের অন এবং অফ ফিল্ডের ব্যান্টার সবসময় মনে রাখবো। তুমি সবসময়ই ভারতকে বিশেষ ভাবে দেখতে এবং ভারতীয়দের মনেও তোমার জন্য বিশেষ জায়গা ছিলো। অনেক আগেই চলে গেলে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link