মাত্র একদিন আগে পরপারে পাড়ি জমিয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকা লেগ স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট দুনিয়া। একদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংসের পথে টেস্টে প্রথমবার দেড়শো করেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে শেন ওয়ার্নের অধিনায়কত্বে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন জাদেজা। সেবার উদ্ভোধনী আসরে রাজস্থানের শিরোপা জয়ে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অলরাউন্ডার।
ওই আসরেই তরুন জাদেজাকে ‘রকস্টার’ উপাধি দিয়েছিলেন কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন। ভাগ্যের নির্মম পরিহাস! জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসের একদিন আগেই পরপারে চলে গেলেন ওয়ার্ন। অবশ্য ২০০৮ সালে জাদেজা কিনা জানতেনই না রকস্টার শব্দের অর্থ কী!
পাঁচ বছর আগে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে জাদেজা এ কথা জানান। জাদেজা বলেন, ‘আমি জানতাম না তখন রকস্টারের মানে কি। আমি যখন প্রথমবার তাকে দেখলাম তখনো জানতাম না তিনি টেস্ট ইতিহাসের একজন কিংবদন্তি। আমি গান গাইতাম না বা এমন কিছুই করিনি তবুও সে আমাকে রকস্টার ডাকতো।’
হঠাৎ করে ওয়ার্নের মৃত্যুতে অন্যান্যদের মতো হতবাক হয়েছেন এই ভারতীয় অলরাউন্ডারও। তবে ওয়ার্নের মৃত্যুর ২৪ ঘন্টা না পেরোতেই শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন জাদেজা!
৪৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে সেঞ্চুরি করেন জাদেজা। সেঞ্চুরির পর একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে পৌঁছে যান দেড়শো রানের মাইলফলকে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথে প্রথমবার দেড়শো রানের মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। সেই সাথে সাত নম্বরে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন জাদেজা।
১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষেই সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন কপিল দেব। প্রায় ৩৬ বছর ধরে সাত নম্বরে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ধরে রেখেছিলেন কপিল। শ্রীলঙ্কার বিপক্ষেই রানের পথে সেই রেকর্ড ভেঙে সাত নম্বরে নতুন ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন জাদেজা।
২২৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপের মুখে থাকা ভারতকে টেনে তুলেন জাদেজা। জাদেজার ২২৮ বলে ৩ ছক্কা ও ১৭ চারে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসের পথে ৫৭৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ডাবল সেঞ্চুরির হাতছানি থাকলেও মাত্র ২৫ রান দূরে থাকতেই ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
মূলত বোলিং অলরাউন্ডার হিসেবেই রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার শুরু। টেস্ট দলেও সেই ভূমিকাই পালন করতেন এই অলরাউন্ডার। কিন্তু দিনে দিনে ক্রমশ তিনি যেন সত্যিকারের ব্যাটার হিসেবে পরিণত করছেন নিজেকে। ব্যাট হাতে লোয়ার অর্ডারে ধারাবাহিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিন ফরম্যাটেই নিজেকে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবেই প্রমাণ দিচ্ছেন ক্রমাগত।
ওয়ার্নের মৃত্যুর একদিন বাদেই জাদেজার ব্যাট তরবারিতে রূপ নিয়ে লঙ্কান বোলারদের উপর শাসন চালিয়ে দুর্দান্ত এক ইনিংস খেললেন ওয়ার্নের সেই রকস্টার জাদেজা! আজ কেবল তিনি একাই নন, রকস্টারের অর্থ আর কারোই অজানা নয়!