অস্ট্রেলিয়া তথা ক্রিকেট ইতিহাসে সেরা লেগ স্পিনারের কথা আসলে নিঃসন্দেহে সবার আগে আসবে শেন ওয়ার্নের নাম। লেগ স্পিন ঘূর্ণিতে ২২ গজে কত বাঘা বাঘা ব্যাটারদের তিনি কুপোকাত করেছেন তার ইয়ত্তা নেই। অনেক ব্যাটারই ওয়ার্নের সামনে ছিলেন অসহায়। সেই কিংবদন্তি লেগ স্পিনারই পরপারে পাড়ি দিয়েছেন মাত্র ৫২ বছর বয়সে!
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি এই কিংবদন্তির ক্যারিয়ার সেরা মূহুর্ত কোনটা? নির্বাচন করা কঠিন। কারণ, ওয়ার্ন মানেই তো শিল্প। সেই শিল্পেরই গুটি কয়েক সেরা মুহূর্ত নিয়ে এবারের আয়োজন।
- কলম্বো কামব্যাক, ১৯৯২
মাইক গ্যাটিংকে আউট করা সেই বল অব দ্য সেঞ্চুরির আগে ১৯৯২ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্স দেখান ওয়ার্ন। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১২৭ রান নিয়ে জয়ের দিকে লঙ্কানরা।
এরপর গ্রেগ ম্যাথিউসের ৩৭ রানে ৪ উইকেট ও ওয়ার্নের ০ রানে ৩ উইকেট শিকারে দলকে জয় এনে দেন। এরপর ক্যারিয়ারে আর পেছন ফিরে তাকাতে হয়নি এই কিংবদন্তি তারকাকে।
- ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯২-৯৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯২ সালের প্রথম টেস্ট মিস করার পর দ্বিতীয় টেস্টে ব্যাক করেন ওয়ার্ন। মেলবোর্নে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৭ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন এই তারকা। মেলবোর্নে সেটিই ছিলো ওয়ার্নের প্রথম ম্যাচ। ওই মাঠে পরবর্তীতে ৫৬ উইকেট শিকার করেন এই গ্রেট!
- দ্য গ্যাটিং বল, ১৯৯৩
১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টের প্রথম বলে ইংলিশ ওপেনার মাইক গ্যাটিংকে বোল্ড করেন ওয়ার্ন। লেগ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল গ্যাটিংয়ের ব্যাটকে বিট করে অফ স্টাম্পের আঘাত হানে! ওয়ার্নের ক্যারিয়ারের অন্যতম সেরা ডেলিভারি হিসেবে এটিকে বিবেচনা করা হয়।
- দ্য হ্যাটট্রিক, ১৯৯৪-৯৫
ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানে ৮ উইকেট শিকারের মাসখানেক পরই ১৯৯৪ সালের শেষদিকে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে ফিল ডিফ্রেইটাস, ড্যারেন গফ ও ডেভন ম্যালকমকে শিকার করে দুর্দান্ত এক হ্যাট্রিকের দেখা পান ওয়ার্ন। ওই সিরিজে ২৭ উইকেট শিকার করেন এই কিংবদন্তি লেগ স্পিনার!
- বিশ্বকাপের হিরো, ১৯৯৯
১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়ার্ন দাপটেই জয় পায় অস্ট্রেলিয়া। এর তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে মাত্র ৩ রানে ৩ উইকেট শিকার করেন নিজের প্রথম ৩ ওভারেই! ওই ম্যাচে ২৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হবার পর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে তুলে নেন ৪ উইকেট! অস্ট্রেলিয়াকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পথে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ওয়ার্ন!
- পাকিস্তান, ২০০২
ওয়ার্নের ক্যারিয়ারের আরেকটি স্মৃতিবিজোরিত সিরিজ ছিল ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে। ১২.৬৬ গড়ে ওই সিরিজে ২৭ উইকেট নেন এই লেগ স্পিনার। শারজাহ টেস্টে তার বোলিং দাপটে মাত্র ২ দিনেই শেষ হয়ে যায়। ওই সিরিজে ওয়ার্নের ঘূর্নিতে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা।
- ওয়ান ম্যান আর্মি, ২০০৫
ওয়ার্নের ক্যারিয়ারে মাত্র একবার অস্ট্রেলিয়া সিরিজ হারে। ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার ইনজুরিতে বোলিং বিভাগের দায়িত্বটা বেশিরভাগ সময়ই ছিলো ওয়ার্নের ঘাড়ে। ওই সিরিজে ১৯.৯২ গড়ে ৪০ উইকেট শিকার করেন ওয়ার্ন! ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে যেকোনো অস্ট্রেলিয়ান হিসেবে সর্বোচ্চ উইকেট শিকার!
- ৭০০ উইকেট, ২০০৬-০৭
২০০৬-০৭ অ্যাশেজ সিরিজের আগেই ঘোষণা দিয়েছিলেন এই মৌসুমেই অবসরে যাচ্ছেন তিনি। বক্সিং ডে টেস্টের আগে ওয়ার্নের উইকেটসংখ্যা তখন ৬৯৯!
অ্যান্ড্রু স্ট্রাউসকে বোল্ড করে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ওই সিরিজে ইংলিশদের ৫-০ তে হারায় অজিরা। ওই সিরিজেই সিডনিতে নিজের বিদায়ী টেস্টে ১ হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্ন।