রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে কেই বা চায়। আর ওপেনারদের জন্য এ যেন আরো বেশি লজ্জার। কারণ, ইনিংস শুরুর আগেই তারা থেমে গেলে চলবে কি করে। যদিও, ওপেনাররাও প্রায়শই এমন লজ্জা পান।
এবার না হয় তেমনই এক লজ্জার রেকর্ডের কথা বলি। এ এমন এক রেকর্ড যা চায় না কেউ।
বাংলাদেশের ওপেনারদের মধ্যে আগে ‘পেয়ার’ ছিল কেবল জাভেদ ওমর বেলিমের। তাঁর ডাক নাম আবার ‘গোল্লা’। নাম করণের স্বার্থকতা মেনেই যেন রেকর্ডবুকে নাম উঠেছিল তাঁর। এবার সেখানে যোগ হলো মাহমুদুল হাসান জয়ের নাম।
আচ্ছা, পেয়ার মানেই তো বলা হয় না। পেয়ার হল একই টেস্টের দুই ইনিংসেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরা। সহজ কথায় ডাক মারা।
সাবেক ওপেনার বেলিমের ওই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে। দুই ইনিংসেই তিনি আউট হয়েছিলেন প্রথম বলে। তার ক্ষেত্রে সেটি তাই ছিল ‘গোল্ডেন ডাক পেয়ার’। মানে, রেকর্ডের দিক থেকে সেটা আরেক কাঠি সরেস। দু’বারই বোলার ছিলেন জহির খান, ভারতীয় ফাস্ট বোলার।
‘গোল্লা’ কাণ্ডে এবার যোগ হল জয়ের নাম। এর মধ্য দিয়ে ভাগ্যের দুই রূপই দেখলেন জয়। ডারবানে অনুষ্ঠিত আগের টেস্টেই সাত ঘণ্টা ২২ মিনিট ক্রিজে ছিলেন। পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ব্যাটারদের ব্যর্থতার সেই টেস্টে একমাত্র আশার আলো দেখিয়েছিলেন জয়ই।
তবে, পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে সেই অর্জনের খাতায় যোগ হল জোড়া কালিমা। শুধু ডাকই নয়, আউট হওয়ার ধরণেও প্রশ্নবিদ্ধ হয়েছেন জয়। দুই ইনিংসেই আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে। ব্যাট পেতে দিয়েছেন শরীর থেকে বেশ দূরে। মনে হচ্ছে হাতে যেন ব্যাটটা ঝুলছে।
চাইলে দুবারই শেষ পর্যন্ত বলে চোখ রেখে লাইন কাভার করে অনায়াসে ছেড়ে দেওয়া যেত বল। কিন্তু, পারেননি জয়। এটা অনেক কারণেই হতে পারে। অভিজ্ঞতার অভাব, স্নায়ুচাপ, আন্তর্জাতিক অনভিজ্ঞতা, অপরিপক্কতা – কারণ যাই হোক সেটা খুঁজে বের করে সমাধান করতে হবে। ক্যারিয়ারটা তো মাত্র শুরু।
দক্ষিণ আফ্রিকার মাটিতে চারটি টেস্ট ইনিংসের দু’টোতেই আউট হয়েছেন কেশব মহারাজের বলে। ফলে, কোয়ালিটি বাঁ-হাতি স্পিন বোলারের বিপক্ষে তাঁর দুর্বলতাটা এখানে প্রকাশ্য দিবালোকের মত পরিস্কার। তাই, কাজ করতে হবে এটা নিয়েও।
জয় আরেকটা অনাকাঙ্খিত রেকর্ডের খাতায় নাম লেখালেন গোল্ডেন ডাক দিয়ে। ২০১৩ সালে তামিম ইকবাল খানের পর এই প্রথম বাংলাদেশের কোনো ওপেনার টেস্টে গোল্ডেন ডাক মারলেন। যদিও তামিমের আগে এই তালিকাটা বেশ লম্বা।
ওপেনারদের মধ্যে সর্বোচ্চ তিনবার গোল্ডেন ডাকের অভিজ্ঞতা পেয়েছেন হান্নান সরকার ও জাভেদ ওমর। একবার করে ডাক মেরে তামিম ও জয়ের আরো চারজন সঙ্গী আছেন। তাঁরা হলেন – নাফিস ইকবাল, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস ও নাজিমউদ্দিন।
সাবেক ওপেনার হান্নানের তিনটি ডাক আবার বেশ বিখ্যাত। তিনবারই ছিল একই বোলার ওয়েস্ট ইন্ডিজের পেড্রো কলিন্সের বিপক্ষে। তিনটিই আবার টেস্ট ম্যাচের প্রথম বলে। এটা করে তিনি নাম লিখিয়েছেন স্বয়ং ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারের পাশে। তবে, নিশ্চয়ই এভাবে তিনি ক্রিকেট গ্রেটের পাশে নাম তুলতে চাননি।