মুস্তাফিজকে ছাড়াই টেস্ট দল

টেস্ট দলে ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে রাখার একটা আলোচনা ছিল। বিশেষ করে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ইনজুরিতে সেই সম্ভাবনা জোরদার হয়েছিল। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই আলোচনা থেকে সরে এসেছে। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। শরিফুল ইসলাম থাকলেও, তাঁর খেলাটা নির্ভর করছে ইনজুরি কাটিয়ে ফিটনেসে ফেরার ওপর।

১৬ সদস্যের দলে অবশ্য পেসারের কমতি নেই। শরিফুল ছাড়াও আছেন চার পেসার। তারা হলেন – এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও শহিদুল ইসলাম। পেসারদের মধ্যে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি।

অফ ফর্মে থাকা সাদমান ইসলামকে এবার বিবেচনাই করা হয়নি। এর বাইরে বাকি দলটায় তেমন একটা চমক নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট না খেলা সাকিব আল হাসান ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে কাজী নুরুল হাসান সোহানও টিকে গেছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে পৌঁছাবে আগামি আট মে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৫ মে। সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। সকাল দশটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

দ্বিতীয় টেস্ট ম্যাচ আবার অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৩ তারিখ থেকে ঢাকায় শুরু হওয়া সেই ম্যাচ চলবে ২৭ তারিখ পর্যন্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অবশ্য দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। আগামী ১০ মে সেই ম্যাচ শুরু হবে বিকেএসপিতে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেসের ওপর নির্ভরশীল)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link