অভিষেকে ম্যাচে ব্যক্তিগত প্রথম বলে উইকেট, নজরকাড়া পারফরম্যান্স কিংবা পাঁচ উইকেট শিকার যেকোন বোলারের জন্যই বড় প্রাপ্তি। যেকোনো ফরম্যাটেই প্রথমবার খেলতে নেমে প্রথম বলে উইকেট শিকার করাটা চাট্টিখানি কথা নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটারদের দাপট সবচেয়ে বেশি দেখা যায়। তবে বোলাররাও প্রায়ই ম্যাজিকেল স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অভিষেকেই অনেক বোলার নজরকাড়া পারফরম্যান্স দেখান। আইপিএল অভিষেক ম্যাচে ব্যক্তিগত প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন বেশ কয়েকজন।
আইপিএল ক্যরিয়ারের প্রথম ডেলিভারিতেই ব্যাটারকে পরাস্থ করেছেন এখন পর্যন্ত নয়জন বোলার। একজন স্পিনার বাদে এই তালিকায় বাকি সবাই পেসার। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।
- ইশান্ত শর্মা (ভারত) – ২০০৮
আইপিএলের প্রথম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে অভিষেক হয় পেসার ইশান্ত শর্মার। অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারের প্রথম বলেই ব্যাঙ্গালুরুর অধিনায়ক রাহুল দ্রাবিড়কে বোল্ড করে প্রথম উইকেট নেন ইশান্ত। প্রথম বোলার হিসেবে আইপিএল অভিষেকে প্রথম বলে উইকেট নেন এই পেসার।
- ভিকিন মোতা (ভারত) – ২০০৮
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০০৮ আসরে অভিষেক ম্যাচে সুরেশ রায়নার উইকেট তুলে নেন ভিকিন মোতা। ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই রায়নাকে ফেরান কিংস ইলেভেন পাঞ্জাবের এই পেসার।
- শেন হারউড (অস্ট্রেলিয়া) – ২০০৯
২০০৯ আইপিএলে ডেকান চার্জারসের বিপক্ষে অভিষেক হয় রাজস্থান রয়্যালসের পেসার শেন হারউডের। প্রথম ম্যাচে ইনিংষের ষষ্ঠ ও ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পান এই অজি পেসার। আজহার বিলাখিয়াকে ফিরিয়ে প্রথম বলেই উইকেট শিকার করেন হারউড।
- অমিত সিং (ভারত) – ২০০৯
আইপিএলের দ্বিতীয় আসরে ২০০৯ সালে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম করেন পেসার অমিত সিং। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে অভিষেক ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পান অমিত। ওই ম্যাচে মাত্র ৯ রানে ৩ উইকেট নেন এই পেসার; ২৪ বলের ১৮টি ছিল ডট বল।
- চার্ল ল্যাঙ্গেভেল্ট, (দক্ষিণ আফ্রিকা) – ২০০৯
আইপিএলের দ্বিতীয় আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকান পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ১৫ রানে নেন ৩ উইকেট। ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে রব কুইনিকে ফেরান এই পেসার।
- আলী মুর্তজা (ভারত) – ২০১০
আইপিএলের তৃতীয় আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার আলি মুর্তজার। অভিষেক ম্যাচে ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে রাজস্থান রয়্যালসের নামান ওঝার উইকেট তুলে নেন তিনি।
- তাদুরি প্রকাশ সুধীন্দ্র (ভারত) – ২০১২
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএল অভিষেকে ব্যক্তিগত প্রথম বলেই দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিসের উইকেট শিকার করেন তাদুরি প্রকাশ সুধীন্দ্র। ডেকান চার্জারসের এই পেসারের ২০১২ সালে আইপিএলে অভিষেক হয়। আর ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই উইকেট শিকার করেন তিনি।
- আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) – ২০১৯
২০১৯ আইপিএলে অভিষেক ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অভিষেক ম্যাচে ব্যক্তিগত প্রথম বলেই ডেভিড ওয়ার্নারের উইকেট শিকার করেন এই ক্যারিবিয়ান। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে সেবার আইপিএলের মঞ্চে অভিষেক হয় জোসেফের।
- মাতিশা পাথিরানা (শ্রীলঙ্কা) – ২০২২
বোলিং অ্যাকশন অনেকটাই লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গার মত। প্রথম শ্রেণির ম্যাচ না খেলেই সুযোগ পান আইপিএলে। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে অভিষেক ম্যাচে নিজের প্রথম বলে গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিলের উইকেট শিকার করেন এই পেসার। নবম বোলার হিসেবে আইপিএল অভিষেকে নিজের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েন মাতিশা পাথিরানা।