স্যুইং, দুর্দান্ত গতি আর বাউন্স – সবকিছুর মিশেলে বর্তমান সময়ে তিন ফরম্যাটেই অন্যতম সেরা বোলার নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। আইপিএল মাতাচ্ছেন, জাতীয় দলের জার্সিতেও তিন ফরম্যাটে তিনি আছেন উড়ন্ত ফর্মে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি – তিন ফরম্যাটে তিনি সমানতালে পারফরম করে চলেছেন। ইনস্যুইংয়ের পাশাপাশি ১৪০+ কি.মি গতিতে অনবরত বল ফেলতে পারেন এই পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও গতি আর স্যুইংয়ে মাত দিচ্ছেন ব্যাটারদের। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট। দলের ব্যর্থতার ম্যাচে বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি বোল্ট। তবে দাপটের সাথে ফিরেছেন ট্রেন্ট ব্রিজ টেস্টে। নামের সাথে ভেন্যুর নামের বেশ মিল আছে। আর এই ভেন্যুতেই নামের পাশে প্রথম ইনিংসে যোগ করেছেন আরেকটি ফাইফর।
ইংল্যান্ডের পাহাড়সম রানের ইনিংসে বোল্ট ও ব্রেসওয়েল ছাড়া কেউই সেভাবে পাত্তা পায়নি। ওলি পোপের মেইডেন টেস্ট সেঞ্চুরি, জো রুটের ঝুলিতে দেড়শো রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। এই দুই ইংলিশ তারকার ব্যাটিংয়ে অসহায় নিউজিল্যান্ডের বোলাররা।
ম্যাট হেনরি, টিম সাউদিরা যেখানে পাত্তাই পাচ্ছিলেন না ইংলিশ ব্যাটারদের সামনে – সেখানে বল হাতে দাপট দেখান বোল্ট। জ্যাক ক্রাউলিকে দিয়ে শুরু এরপর দুই সেঞ্চুরিয়ান ওলি পোপ, রুটের উইকেটও নিজের দখলে নেন। শিকার করেন ক্যারিয়ারের দশম ফাইফর।
প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ের পর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন তিন উইকেট। বোল্টের তোপে মুখ থুবড়ে পড়ে ইংলিশদের টপ অর্ডার। কিন্তু স্টোকস-বেয়ারস্টোর তাণ্ডবে দু:স্বপ্নের মত ভেস্তে যায় সব। বোল্ট দাপটের পরেও ট্রেন্ট ব্রিজে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশদের। ম্যাচে ৮ উইকেট শিকার করেন এই পেসার।
এইত চলতি বছর নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে তৃতীয় চতুর্থ বোলার হিসেবে তিনশো উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চবার পাঁচ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে পাঁচে অবস্থান করছেন বোল্ট। ক্রিস মার্টিন, ড্যানি মরিসনদের হটিয়ে পাঁচ নম্বরের জায়গাটা নিজের নামে করতে প্রয়োজন আরও একটি ফাইফর।
ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই বোল্টের পারফরম্যান্স দুর্দান্ত বোল্টের শিকার করা দশ ফাইফরের পাঁচটি শিকার করেছেন ইংলিশদের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নিয়েছেন রিচার্ড হ্যাডলি (৮) বার। টিম সাউদি, ক্রিস কেয়ার্ন্সদের টপকে নিউজিল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারি এখন ট্রেন্ট বোল্ট।
ব্যাট হাতে বোল্টকে নিয়ে আলোচনা হয় না, হওয়ার কথাও না। পেসার হিসেবেই তিনি দলে মূল ভূমিকা পালন করেন। কিন্তু ব্যাট হাতে এগারোতে নেমে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন হরহামেশাই। এমনকি টেস্ট ইতিহাসে এগারো নম্বরে ব্যাট হাতে সর্বোচ্চ রানের মালিক ট্রেন্ট বোল্ট। দীর্ঘসময় এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কান তারকা মুরালিধরনের নামে। ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ১৬ রানের এক ইনিংসের মধ্যে দিয়ে এগারো নম্বর পজিশনে সাদা পোশাকে সর্বোচ্চ রানের মালিক বনে যান বোল্ট।
বোলার হিসেবে ব্যাট হাতে বোল্টের অবদান একেবারে ফেলে দেওয়ার মত নয়। শেষে ব্যাটিং করতে নেমে প্রায়-ই তিনি দশ কিংবা বিশোর্ধ ইনিংস খেলে থাকেন। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও তিনি নিউজিল্যান্ডের বিপদে বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
বল হাতে তিন ফরম্যাটেই র্যাঙ্কিংয়ের প্রথম দিকে আছেন তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট – ব্যাটারদের উপর বল হাতে সর্বক্ষেত্রেই দাপট দেখিয়ে বেড়াচ্ছেন তিনি। দুর্দান্ত ইনস্যুইংটা মূল অস্ত্র, সাথে পেস আর বাউন্সে তিনি হয়ে উঠেন অদম্য আর অপ্রতিরোধ্য। পেস বিভাগে নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম ভরসা বোল্ট। নিউজিল্যান্ড শেষ অবধি টেস্ট ম্যাচটা হারলেও বোল্ট যেন আবারও নিজের শ্রেষ্ঠত্বই প্রমাণ করলেন।