রোহিত শর্মার কূটনীতি

অপেক্ষার পালা শেষ, রোববার মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। হাজার হাজার ভারত-পাকিস্তান ভক্তও মুখিয়ে আছে মাঠের লড়াইয়ের সাক্ষী হওয়ার জন্য। এই বিশ্বকাপের ম্যাচ ছাড়াও দুই দেশের ক্রিকেটপাড়ার পরিবেশ যেন কিছুটা থমথমে হয়ে আছে। ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজন নিয়ে চলমান বিসিসিআই বনাম পিসিবি বিতর্ক। মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ ঘোষণা করেন যে ভারত আগামী বছরের এশিয়া কাপের জন্য পাকিস্তান সফরে যাবে না। সেই ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট মহল থেকে টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ হতে পাকিস্তানকে সরিয়ে নেয়ার দাবিসহ তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জয় শাহের মন্তব্যের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও চুপ থাকেনি। তাঁরাও কড়া সিদ্ধান্তের আভাস দিয়ে রেখেছে। ভারত ২০২৩ এর এশিয়া কাপে না গেলে পাকিস্তানও ২০২৩ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না- এমন আগাম হুমকিই দিয়ে রেখেছে পিসিবি। তাছাড়া পিসিবির দাবি এমন আচরণ ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।

ভারত পাকিস্তান ম্যাচের আগে প্রাকম্যাচ সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যদিও ভারতীয় অধিনায়ক কৌশলে এড়িয়ে গিয়েছেন। বিসিসিআই এবং পিসিবির মধ্যে চলমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রোহিত বলেন এই সিদ্ধান্ত বোর্ডের।

তিনি বলেন, ‘এই মুহুর্তে এটি নিয়ে ভাবার কোনও মানে নেই।আপাতত এই বিশ্বকাপে ফোকাস করা যাক, কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত নই। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, বিসিসিআই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা এখন শুধু আগামীকালের খেলায় মনোনিবেশ করছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানালেন যে, তারা বর্তমানে অস্ট্রেলিয়ায় টিটোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোনিবেশ করছেন। ভারত অধিনায়ক আরও যোগ করেছেন যে তারা রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে তাদের টুর্নামেন্ট শুরু করার জন্য উন্মুখ হয়ে আছেন। আপাতত দুই দেশের ক্রিকেটীয় টানপোড়েন নিয়ে মাথা ঘামাচ্ছেন না।

প্রায় এক দশক ধরে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। শেষবার তাঁরা ২০১২-১৩ সালে পাকিস্তান যখন তিনটি ওডিআই ম্যাচ খেলতে ভারত সফরে আসে তখন দুই দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো । তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক সংকট ও বৈরীতার ফলে দুই দল কেবল আইসিসির টুর্নামেন্ট এবং এশিয়া কাপে মুখোমুখি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link