প্রথম রাউন্ডে থেকেই বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ। তাছাড়া তাদের সাম্প্রতিক ফর্মও তাদের সমর্থকদের একটু বেশিই আশাবাদী করেছিল। কিন্তু গ্রুপে ফেভারিট হয়েও, চার ম্যাচ শেষে এখন অস্ট্রেলিয়া প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় আছে। যদিও এই জন্য দায়ী মূলত দু’টি ঘটনা। বৃষ্টির কারণে এক নম্বর গ্রুপের বাতিল হওয়া ম্যাচ। সাথে, ইংল্যান্ডের বিরুদ্ধে আয়ারল্যান্ডের জয়।

এই দু’টি ঘটনা গ্রুপের সমস্ত অনুমান ও হিসাব নিকাশ পাল্টে দিয়েছে একদম।

নিজেদের বরাদ্দ পাঁচটি ম্যাচের প্রত্যেক দলই ৪ ম্যাচ করে খেলে ফেললেও, কোন দলই এখন পর্যন্ত সেমি ফাইনালে নিজেদের জায়গা পোক্ত করতে পারেনি। আফগানিস্তান ছাড়া বাকি চার দল (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা) সবারই এখনও সেমিফাইনালে জায়গা করে নেয়ার জন্য সুযোগ রয়েছে।

এমনকি, নিউজিল্যান্ড যারা কিনা এবারের বিশ্বকাপের শুরুর ম্যাচে অস্ট্রেলিয়াকে অনেক বড় ব্যবধানে হারায় এবং বেশ ভাল অবস্থানে আছে – একটু এদিক সেদিক হলে তাঁরাও বাদ পড়তে পারে সুপার টুয়েলভ থেকে।

অন্যদিকে অস্ট্রেলিয়াকে নিজের সর্বশেষ ম্যাচ (আফগানিস্তানের বিরুদ্ধে) জেতার পাশাপাশি ভাগ্যের ওপরও নির্ভর করতে হবে। যেহেতু গ্রুপের চার দলের এখনও সুযোগ আছে, সেহেতু অন্যদের ম্যাচের দিকেও অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে পরের রাউন্ডে যাবার জন্য।

নিচে কিছু উপায় দেয়া হল যেভাবে অস্ট্রেলিয়া পরের রাউন্ডে যেতে পারে।

  • দৃশ্যপট ১

অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে যদি –

– আফগানিস্থানের বিরুদ্ধে নিজেরা জয় পায়।

–  শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড পরাজিত হয়।

  • দৃশ্যপট ২

অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে যদি –

– আফগানিস্থানের সাথে বড় ব্যবধানে নিজেদের ম্যাচ জেতে।

– ইংল্যান্ড বড় ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরে রান রেটে পিছিয়ে যায়।

  • দৃশ্যপট ৩

অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে যদি –

– অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে জেতে।

– ইংল্যান্ডও শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতে

– আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড হারে।

কি হবে ,কে যাবে এক নম্বর গ্রুপ থেকে, নাকি বৃষ্টিতে পরিত্যক্ত হবে আরও কিছু ম্যাচ – তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও দু’টি দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link