ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির আশঙ্কা

ম্যাচটির নির্ধারিত মাঠ অ্যাডিলেড ওভাল। বেলা দুইটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যা অস্ট্রেলীয় সময় বিবেচনায় সন্ধ্যা সাড়ে ছয়টা। অ্যাডিলেডে আজ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জমজমাট হয়ে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। দলগুলো এখন শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ব্যস্ত। কে কাকে ছাড়িয়ে গিয়ে সেমিফাইনালের টিকেট কাটবে তা নিয়ে তুমুল লড়াই চলমান। প্রতিটি ম্যাচই বড্ড গুরুত্বপূর্ণ। অবস্থাটা এখন এমন যে ম্যাচ জিতলে সেমির লড়াইয়ে কিছুটা এগিয়ে গিয়ে স্বপ্ন জিইয়ে রাখা যায়। আর পরাজয় ভাগ্যে জুটলে স্বপ্নভঙ্গের আরও কাছাকাছি চলে যেতে হয়।

আজকের বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটিও দারুণ গুরুত্বপূর্ণ। এই মুহুর্তে পয়েন্ট টেবিলে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। আপনি যতই ভারতকে এগিয়ে রাখতে চাইবেন, এই ফরম্যাট বিবেচনায় তা যে কেবল ফাঁকা বুলি এটাও মাথায় রাখতে হবে। কারণ টি-টোয়েন্টি আনপ্রেডিক্টেবল ফরম্যাট। এখানে যে কোন কিছু হতে পারে। তবে সব সমীকরণ বাদ দিলেও দুই দলই যে নিজেদের সর্বোচ্চ দিয়ে আজকের ম্যাচটিতে জয়ের হাসি হাসতে চাইবে, এটাতো নিশ্চিত।

মাঠের লড়াই তো একশো তে একশো হবে। কিন্তু বাদবাকি প্রভাবক হিসেবে রইল আবহাওয়া। কারণ অস্ট্রেলিয়ার এবারের আবহাওয়াটাও বেশ অদ্ভুত এবং অন্য রকম। এবারের আসরে একাধিক ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছে। কিছু ম্যাচ পরিত্যক্ত হতে বাধ্য হয়েছে, ফলে দলগুলিকে পয়েন্ট ভাগ করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে অন্তত আজকের ম্যাচে ভারত বা বাংলাদেশ কেউই এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না।

ম্যাচটির নির্ধারিত মাঠ অ্যাডিলেড ওভাল। বেলা দুইটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যা অস্ট্রেলীয় সময় বিবেচনায় সন্ধ্যা সাড়ে ছয়টা। অ্যাডিলেডে আজ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চাশ শতাংশের সেই সম্ভাবনা উড়িয়ে দেয়ার মতো না। সেই সাথে রইবে কনকনে ঠাণ্ডা বাতাস।

এই অবধি এই টুর্নামেন্টে বাংলাদেশ বা ভারত কেউই বৃষ্টির কারণে বড় ক্ষতির সম্মুখীন হয় নি। তাই তাঁরা আজও আশা করবে কোনভাবেই যেন ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টি এসে বিঘ্ন না ঘটায়। আজকের পুরো ম্যাচ খেলে দুইদলই চাইবে পূর্ণ দুই পয়েন্ট সংগ্রহ করে নিজেদের এই বিশ্বকাপ মিশনে এগিয়ে রাখতে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...