লিটনের জার্সিতে লেখা ‘চেরি’ কার নাম!

বিকেএসপির তিন নাম্বার মাঠে চলছে বিসিএলের ম্যাচ। মুখোমুখি হয়েছে ইস্ট জোন ও নর্থ জোন। লোকাল ক্রিকেটারদের নিয়েই চলছে এই ওয়ানডে টুর্নামেন্ট। তবে হঠাৎই মাঠে দেখা গেল চেরি নামের এক ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে এমন কোন ক্রিকেটারের নাম তো আগে শোনা যায়নি। তাহলে জার্সির পেছনে চেরি লেখা এই ক্রিকেটার আসলে কে?

চেরি নাম লেখা জার্সিটা পরে যিনি খেলতে নেমেছেন তিনি এই মুহূর্তে দেশের সবচেয়ে ইনফর্ম ক্রিকেটার। ব্যাট হাতে রান করাটা যার নেশা হয়ে দাঁড়িয়েছে। ঘরোয়া ক্রিকেট হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট এই মুহূর্তে তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। বাংলাদেশের এই ক্রিকেটারের নাম লিটন দাস। কিন্তু তাঁর জার্সির পেছনে কেন চেরি লেখা হল?

লিটন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন। এমনকি বিশ্বের সেরা ব্যাটারদের সাথেও তাল মিলিয়ে রান করে যাচ্ছেন লিটন। আন্তর্জাতিক পর্যায়ে লিটনের এমন পারফর্মেন্স রীতিমত অবিশ্বাস্য। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই রানের পর রান করে চলেছেন।

আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজেও তিনি বাংলাদেশের অন্যতম ভরসা। ব্যাট হাতে লিটন ভালো শুরু এনে দিতে পারলেই বাংলাদেশের জন্য কাজটা সহজ হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে চোখ জুড়ানো এক ইনিংস খেলেছেন লিটন। নিজের ব্যাটের এমন ধার নিশ্চয়ই ঘরের মাঠে ভারত সিরিজেও ধরে রাখতে চাইবেন এই ব্যাটার।

দারুণ ছন্দে থাকলেও অবাক করা বিষয় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোন ফ্র্যাঞ্চাইজিই তাঁকে সরাসরি চুক্তিবদ্ধ করেনি। তবে প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতেই আছেন লিটন দাস। লটারির মাধ্যমে সৌভাগ্যবান ফ্র্যাঞ্চাইজি ৮০ লাখ টাকার বিনিময়ে দলে ভেড়াতে পারবে এই ব্যাটারকে।

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ছন্দে থাকলে বিসিএলের ম্যাচে আজ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। আগে ব্যাট করতে নেমে মাত্র চার রানেই আউট হয়ে ফেরেন তিনি। ব্যাট হাতে আলোচনায় না আসলে নিজের জার্সির কারণে এবার আলোচনায় এলেন লিটন।

সবার মনে একটাই প্রশ্ন, কে এই চেরি? কেনই বা নিজের জার্সিতে এই নাম লেখালেন তিনি। জানা যায় লিটন তাঁর পোষা কুকুরকে ভালোবেসে ডাকেন চেরি। সেজন্যই নিজের জার্সির পেছনে এই নাম লিখেছেন। এছাড়া কুকুরের প্রতি সব সময়ই একটা অকৃত্রিম ভালোবাসা লক্ষ্য করা যায় এই ক্রিকেটারের মাঝে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কুকুরগুলোও ভীষণ পছন্দ এই ব্যাটারের।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link