কতদিন বার্সার ডাক এড়াবেন মেসি!

বার্সেলোনা ছাড়ার পরই যেন কপাল খুলে গেছে লিওনেল মেসির। জাতীয় দলের হয়ে বড় সবগুলো ট্রফিই তিনি জিতেছেন কাতালান ক্লাবটি ছেড়ে পিএসজিতে আসার পর। মেসির বৃহস্পতি এখন তুঙ্গে। পিএসজির সাথে নতুন চুক্তির পাঁকা কথাও হয়ে গেছে।

কিন্তু, বার্সেলোনা তো তাঁর শৈশবের ক্লাব। লা লিগার ক্লাবটির সাথে বিশ্বজয়ী মেসির হাজারো আবেগ জড়িয়ে আছে। তাই, মেসিও নিজেও হয়তো মনে মনে চান – সেই ক্লাবটিতে ফিরে নিজের ক্যারিয়ার শেষ করতে। ফলে, কতদিন এই ক্লাবের ডাক তিনি ফিরিয়ে দিয়ে যাবেন – সেটাই এখন দেখার বিষয়। এমনকি মেসির সাথে খেলতে উন্মুখ হয়ে আছেন সময়ের আরেক সেরা খেলোয়াড় রবার্ট লেওয়ানডস্কিও।

গেল গ্রীষ্মে এই পোলিশ ফরোয়ার্ড বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ইতোমধ্যেই ক্যাম্প ন্যুতে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিনত হয়েছেন এই পোলিশ তারকা। লা লিগায় বার্সেলোনা এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

৩৪ বছর বয়সী লেওয়ানডস্কির সাথে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্সেলোনার চুক্তি রয়েছে। এর সাথে আরো এক বছরের চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে। এর অর্থ হচ্ছে আরো কয়েক বছর ক্যাম্প ন্যুতেই থাকছেন এই ফরোয়ার্ড। সম্প্রতি লেওয়ানডস্কি জানিয়েছে বার্সার কিংবদন্তী খেলোয়াড় মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করতে চান। আগামী মৌসুমে পিএসজির সুপারস্টার মেসির বার্সেলোনায় ফিরে আসার জোড় গুঞ্জন রয়েছে।

পোল্যান্ডের এই অধিনায়ক বলেছেন মেসি বর্তমানে প্লেমেকার হিসেবে দলে বেশি ভূমিকা পালন করছেন। যেকোন স্ট্রাইকারেরই স্বপ্ন থাকে এমন একজন খেলোয়াড়ের সাথে এক দলে খেলার। লেওয়ানডস্কি বলেন, ‘এটা আমার উপর নির্ভরশীল নয়। এই মুহূর্তে সে প্লেমেকার হিসেবেই বেশি অবদান রাখছে। এজন্য হয়তো সে গোল বেশী পাচ্ছে না। সতীর্থদের বেশী পাস দিচ্ছে, তাদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই, আবার নিজেও গোল করছে। তার সাথে খেলার স্বপ্ন যেকোন স্ট্রাইকারেরই আছে।’

গত বছর করোনা ভাইরাসের প্রকোপে বার্সেলোনা আর্থিক ক্ষতির মুখে পড়লে মেসির সাথে আর চুক্তি বৃদ্ধি করেনি। সে কারনে মেসি প্যারিসে পাড়ি জমান। চলতি মৌসুমের পরেই পিএসজির সাথে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আর সে কারণেই চারিদিকে জোর গুজব আবারও বার্সেলোনায় ফিরছেন মেসি। যদিও বিভিন্ন রিপোর্টের সূত্রমতে জানা গেছে ৩৫ বছর বয়সী মেসি মৌখিকভাবে আরও এক বছর পিএসজিতে থাকার কথা জানিয়েছেন।

সে কারণে এই মুহূর্তে মেসির সাথে বার্সেলোনায় লেওয়ানডস্কির একসাথে খেলার স্বপ্ন আপাতত বাস্তবায়নের সম্ভবনা কম। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে সহযোগিতা করায় মেসিই পাচ্ছেন আগামীবারের ব্যালন ডি’অর, এমনটাই বিশ্বাস করেন লেওয়ানডস্কি।

এ সম্পর্কে তিনি বলেন, ‘একই ক্লাবে অনেক খেলোয়াড় থাকতে পারে যারা লিগ শিরোপা জয়ে ভূমিকা রাখে। কিন্তু বিশ্বকাপ জয়ের পেছনে সাধারণত একজন খেলোয়াড়েরই মূল অবদান থাকে। এবার সেটা মেসি আবারো প্রমান করেছেন। ব্যালন ডি’অর জয়ে তিনি সবদিক থেকেই এগিয়ে রয়েছেন। ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ে তার অবদানই ছিল সর্বাগ্রে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link