মেসির চেয়ে এগিয়ে রোনালদো?

সব আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ক্লাবে যোগ দিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ক্রীড়াবিদ বনে যাওয়া রোনালদো কোচ হিসেবে পাচ্ছেন সাবেক ফ্রেঞ্চ মিডফিল্ডার রুডি গার্সিয়াকে। তবে রোমা, মার্শেই, অলিম্পিক লিঁওকে কোচিং করিয়ে আসা গার্সিয়া জানালেন, রোনালদো নয় মেসিকেই প্রথমে দলে আনতে চেয়েছিলেন তিনি।

সৌদি আরবের লিগে দ্বিতীয় অবস্থানে থাকা আল নাসের এবার লিগ শিরোপা জিততে মরিয়া। বৈশ্বিক তারকাদের দলে ভিড়িয়ে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, নিজেদের ‘ব্রান্ড ভ্যলু’ টাও বাড়িয়ে নিতে চায় আল নাসের।

রোনালদোর সাথে চুক্তিতে রোনালদোকে নিজেদের প্রচারণার কাজেও লাগাবে আল নাসের কর্তৃপক্ষ। রোনালদোকে দলে ভেরানোর পর এবার আরো কয়েকটি বড় নাম দলে ভেড়াতে চায় আল নাসের। গুঞ্জন আছে রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ সার্জিও রামোসও যোগ দিতে পারেন আল-নাসেরের ডেড়ায়।

রোনালদোকে দলে ভেরানোর পর আল নাসের কোচ রুডি গার্সিয়া মজা করলেন লিওনেল মেসিকে দেলা ভেরানো নিয়েও। রোনালদো আল নাসেরে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে প্রেস কনফারেন্সে গার্সিয়া কে রোনালদোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রথমে তো আমি চেয়েছিলাম দোহা থেকেই মেসিকে নিয়ে আসতে।’

২০২৫ সাল পর্যন্ত আল নাসেরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। প্রায় ২০০ মিলিয়ন ইউরো চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত আল নাসেরে খেলবেন পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই তারকা। কিন্তু ক্লাবে রোনালদোকে খেলতে হবে রুডি গার্সিয়ার অধীনে যিনি আবার লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত। প্রায় পুরো ক্যারিয়ারে যার সাথে ছিল রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা সেই মেসিরই ভক্ত রোনালদোর নতুন কোচ।

নতুন ক্লাবে যোগ দিয়েই তাই একটু বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে হচ্ছে রোনালদোকে। প্রতি বছর প্রায় ২১ কোটি মার্কিন ডলার আল নাসের থেকে পাবেন রোনালদো। তবে এই অর্থ শুধু তাঁর পারিশ্রমিকই নয়, রোনালদোকে বিজ্ঞাপন ও ইমেজ স্বত্বতেও কাজে লাগাবে আল নাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link