হাসপাতালেও বিশ্রাম নেই পান্তের

ভয়ানক এক দূর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঋষাভ পান্ত। ধারণা করা হচ্ছে প্রায় ২ বছরের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে। দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পান্ত অবশ্য হাসপাতালের বিছানায় শুয়েও একটু বিশ্রামের ফুসরত পাচ্ছেন না।

ভয়ানক এক দূর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঋষাভ পান্ত। ধারণা করা হচ্ছে প্রায় ২ বছরের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে। দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন পান্ত অবশ্য হাসপাতালের বিছানায় শুয়েও একটু বিশ্রামের ফুসরত পাচ্ছেন না।

একের পর মানুষ আসছেন পান্তকে দেখতে। সাংসদ,মন্ত্রী এমনি বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরাও হাসপাতালে ভিড় জমাচ্ছেন পান্তকে দেখার জন্য। এমন অবস্থায় পান্তকে নিয়ে চিন্তিত পান্তের পরিবার।

পান্তের চিকিৎসার সাথে জড়িত মেডিকেল টিমের একজন সদস্য জানান, ‘পান্তের জন্য এখন পর্যাপ্ত বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। শুধু শারীরিক বিশ্রাম নয়, মানসিক বিশ্রামও এমন সময় দরকার। দূর্ঘটনায় আঘাত পাওয়া শরীরের বিভিন্ন জায়গায় সে এখনো ব্যাথা অনুভব করছেন। যারা তাকে দেখতে আসছেন তাদের সাথে কথা বলতে হচ্ছে পান্তকে,যা তার শক্তি খরচ করছে। যাতে করে তার দ্রুত সুস্থ হওয়া বিলম্ব হতে পারে। যারা তাকে দেখতে আসতে চাচ্ছেন তাদের উচিত এখন না আসা এবং তাকে বিশ্রামের সুযোগ করে দেয়া।’

মারাত্মক দূর্ঘটনার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পান্ত এখন অনেকটাই আশংকামুক্ত। কিন্তু সুস্থ হতে আরো অনেকটা সময় প্রয়োজন তাঁর।

ম্যাক্স হাসপাতালের দায়িত্বরত আরেক কর্মকর্তা বলেন, ‘পান্তকে দেখতে আসা লোকদের বাছাই করার কোনো পদ্ধতি নেই। হাসপাতালে দিনের দুইটা নির্দিষ্ট সময় থাকে রোগী দেখতে আসার জন্য এবং শুধুমাত্র যেকোনো একজন রোগীর সাথে দেখা করতে পারেন। কিন্তু পান্তের বিষয়টি হাই প্রোফাইল। তাই অনেক লোকই দেখতে আসছে তাকে আর যার কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।’

আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই পান্তকে দেখতে আসেন বিখ্যাত অভিনেতা অনুপম খের ও অনিল কাপুর। এছাড়া ক্রিকেটার নিতিশ রানা এবং কানপুরের এমএলএ উমেশ কুমারও আইসিইউ ওয়ার্ডে দেখতে যান ঋষাভকে। ৩ দিন আইসিইউ ওয়ার্ডে থাকার পর গতকালই পান্তকে প্রাইভেট ওয়ার্ডে নেয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...