নতুন ক্লাবে রোনালদোর সঙ্গী কারা?

অনেক জল ঘোলা হয়েছে; হয়েছে অনেক আলোচনা। শেষপর্যন্ত সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসেরেই যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

অনেক জল ঘোলা হয়েছে; হয়েছে অনেক আলোচনা। শেষ পর্যন্ত সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসেরেই যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার উপস্থিতি নিশ্চিতভাবেই সৌদি ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ক্লাবটির হয়ে রোনালদোর অভিষেক ম্যাচ সৌদি প্রো লিগের বর্তমান টিভি দর্শকের রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এটা তো নিঃসন্দেহে বলা যায় আল নাসের ক্লাব তো বটেই, সৌদি প্রো লিগের সবচেয়ে বড় ‘পোস্টার বয়’ এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি এই লিগের ইতিহাসেরই সবচেয়ে সেরা ফুটবলার তিনি। তবে রোনালদো ছাড়াও আল নাসের ক্লাবে রয়েছে বেশকিছু পরিচিত নাম; যারা রোনালদোর সতীর্থ হিসেবে আগামী মৌসুমে মাঠে নামতে চলেছেন।

  • ডেভিড ওস্পিনা

২০১৯ সালে আর্সেনাল ছাড়ার পর ডেভিড ওস্পিনার ভাগ্যে কি ঘটেছে সেটি বোধহয় অনেকের জানা নেই। সেবার গানার্স শিবির ছাড়ার পর ওস্পিনা চলে এসেছিলেন ইতালির এসএসসি নাপোলি ক্লাবে। সিরি এ-তে প্রায় তিন বছর থাকার পর ২০২২ সালে আল নাসের ক্লাবের জার্সি গায়ে জড়ান এই কলম্বিয়ান গোলরক্ষক। এখন পর্যন্ত দলটির হয়ে নয় ম্যাচে পাঁচটি ক্লিনশিট রেখেছেন তিনি।

  • ভিনসেন্ট আবু বকর

কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরনের ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই। ম্যাচের অন্তিম মুহূর্তে সেলেসাওদের কফিনে পেরেক ঠুকে দেওয়া ক্যামেরন স্ট্রাইকারের কথাও ভোলার নয়। আফ্রিকান দেশটির অধিনায়ক ভিনসেন্ট আবু বকর সেদিন ছিলেন ইতিহাস গড়ার নায়ক। হঠাৎ আলোতে আসা এই ফুটবলারও কিন্তু খেলেন আল নাসের ক্লাবের হয়ে। ২০২১ সালের জুন থেকেই দলটির আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি; সেই সাথে ৩৬ ম্যাচে করেছেন ১১ গোল আর পাঁচ অ্যাসিস্ট।

  • অ্যান্ডারসন ট্যালিসকা

ব্রাজিলের ফুটবলার অ্যান্ডারসন ট্যালিসকা ২০২১ সালে ভিনসেণ্ট আবু বকরের কাছাকাছি সময়েই যোগ দিয়েছিলেন আল নাসের ক্লাবে। ফুটবল বিশ্বে খুব একটা পরিচিতি না থাকলেও আল নাসেরের গুরুত্বপূর্ণ সদস্য এই ব্রাজিলিয়ান। সৌদি ক্লাবটির জার্সি গায়ে ৪০ ম্যাচের ক্যারিয়ারে তাঁর ২৮ গোল এবং ৪ অ্যাসিস্ট সে কথার প্রমাণই দেয়।

  • লুইজ গুস্তাভো

অ্যান্ডারসন ট্যালিসকার স্বদেশী লুইজ গুস্তাভোও খেলেন আল নাসেরের হয়ে। বায়ার্ন মিউনিখের মত বড় ক্লাবের হয়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের। এছাড়া উলফসবার্গ, হফেনহেইম, অলিম্পিক মার্শেইয়ের মত মাঝারি মানের ইউরোপীয়ান ক্লাবের জার্সিও উঠেছিল তাঁর গায়ে। ২০২২ সালের জুলাইতে সৌদি আরবের প্রো লিগে এসেছিলেন এই ব্রাজিলিয়ান। ক্যারিয়ারের অধিকাংশ সময় ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ডিফেন্ডার হিসেবে খেললেও ৩৯ গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। বর্তমান ক্লাবের হয়ে মাত্র নয় ম্যাচেই করেছেন ৪ গোল, করিয়েছেন আরো দুইটি।

  • সৌদি ফুটবলার

সৌদি আরবের ক্লাব হওয়ার সুবাদে ক্রিশ্চিয়ানো রোনালদোর অধিকাংশ সতীর্থ আরব দেশটির ফুটবলার হবেন সেটিই স্বাভাবিক। এই দেশীয় ফুটবলারদের মধ্যে ছয়জন এবারের বিশ্বকাপ খেলেছেন জাতীয় দলের হয়ে। তারা হলেন সুলতান আল গানাম, আবদুল্লাহ মাদু, আবেদিলাহ আল আমরি, আলিয়া আল হাসান, সামি আল নাজেই, নওয়াফ আল আকাইদি।

সৌদি প্রো লিগে সর্বশেষ ২০১৮/১৯ মৌসুমে শিরোপা জিতেছিল আল নাসের। এরপর থেকে প্রতিবারই হতাশ হয়েছে তাদের। এবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর অন্তত তেমনটা চাইবে না টিম ম্যানেজম্যান্ট। তবে শিরোপা জিততে শুধু রোনালদো নয়, এগিয়ে আসতে হবে ওস্পিনা, আবু বকরদেরও।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...