বিরাট রদবদল চলছে পাকিস্তান ক্রিকেটে। ক্রিকেট বোর্ড সভাপতির পদ থেকে রমিজ রাজাকে অপসারণের পর প্রধান নির্বাচকসহ পুরো নির্বাচক কমিটিই ছেঁটে ফেলেছে নাজাম শেঠির নেতৃত্বাধীন বোর্ড। এবার দেশি কোচদের সড়িয়ে বিদেশি কোচিং স্টাফ নিয়োগ দেবার কথাও ভাবছে বোর্ড। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ভরসা রাখতে চান পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাকের নেতৃত্বাধীন কোচিং প্যানেলেই।
সরকার পরিবর্তনের সাথে সাথেই পাকিস্তান ক্রিকেট বোর্ডেও এসেছে আমুল পরিবর্তন। তবে নির্বাচক কমিটি বদলে ফেললেও পাকিস্তানের বর্তমান কোচিং প্যানেলের প্রতিই আস্থা রাখতে বললেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম, ‘হার জিত খেলারই অংশ কিন্তু দেশি কোচদের অধীনে পাকিস্তানের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক।’
পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক দায়িত্ব পালন করছেন প্রধান কোচ হিসেবে। আরেক সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচ হিসেবে। গত সপ্তাহে রমিজ রাজাকে হটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নিয়ে নাজাম শেঠি জানান, জাতীয় দল এবং হাই পারফরম্যান্স সেন্টারের জন্য বিদেশি কোচদেরই প্রাধান্য দেবেন তিনি।
নাজাম শেঠির এমন পরিকল্পনার ঘোর বিরোধিতা করলেন সাবেক অধিনায়ক ইনজামাম। এছাড়াও নতুন নির্বাচক কমিটির কাজেরও সমালোচনা করেন সাবেক এই পাকিস্তান ব্যাটার। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের দল নির্বাচনে নির্বাচকরা মুন্সিয়ানা দেখাতে পারেননি বলেই মত তাঁর।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ হারে তারা। এরপরই অধিনায়ক বাবর আজমের সমালোচনা শুরু হয় পাকিস্তান ক্রিকেটে।
তবে বাবর আজমের পাশেই দাঁড়াচ্ছেন ১৯৯২ বিশ্বকাপ জয়ী এই ব্যাটার, ‘পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছি আমি, আমি জানি অধিনায়কত্বের চাপ কতটুকু। সময়ের সাথে সাথে অধিনায়করা এই কাজটাতে উন্নতি করেন। কিন্তু পাকিস্তানে একটি প্রচলন আছে, একটি সিরিজ হারার পরেই অধিনায়কের সমালোচনা করা। আমার মতে, একটি-দুটি সিরিজ হারার পরেই অধিনায়ক পরিবর্তনের মানে নেই।’
রমিজ রাজার বিদায় আর নাজাম শেঠির দায়িত্ব গ্রহণের পর আরো একটি ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেট পাড়ায়। রমিজ রাজার বোর্ডের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া মোহাম্মদ আমির রমিজের বিদায়ের পর আবারো ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে।
ইনজামাম মনে করেন, সিদ্ধান্ত গ্রহণে আরো পরিষ্কার হতে হবে আমিরকে। শেঠির বোর্ড দায়িত্ব নেবার পরই পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন শুরু করেছেন আমির।