বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কখনোই নিজ থেকে কিছু বলেনি। তবে চান্দিকা হাতুরুসিংহের সাথে আলাপ-আলোচনা গোপন থাকেনি। সপ্তাহ দুয়েক আগেই হাতুরুর সাথে বিসিবির আলাপের ব্যাপারটা নিশ্চিত হওয়া গিয়েছিল। জানা গিয়েছিল, পারিশ্রমিক কিংবা দিনক্ষণ সবই ঠিক। এবার শুধু হাতুরুর বাংলাদেশে ফেরার অপেক্ষা।
তবে সেই আলোচনায় একটা দাড়ি বসলো দিন কয়েক আগে। বলা হল, নিউ সাউথ ওয়েলসে বেতন বাড়ানোর জন্যই বিসিবিকে ব্যবহার করেছেন এই কোচ। ফলে মনে হচ্ছিল, আর বুঝি বাংলাদেশে ফেরা হচ্ছে না এই কোচের।
তবে আজই আবার মিলল নতুন খবর। নিউ সাউথ ওয়েলসকে আনুষ্ঠানিক ভাবে বিদায় বলেছেন হাতুরু। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার ক্যামেরন হোয়াইট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে দলটা।
ওদিকে নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুই বছর দারুণ অবদান রেখেছেন। তাঁর চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তাঁর আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তাঁর কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা থাকল।’
আর এই বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট হয়ে ওঠে আবার কোন জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন চান্দিকা। আর সেই দলটা যে বাংলাদেশ তা এখন নিশ্চিত করে বলাই যায়। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ২০ তারিখের মধ্যেই ঢাকায় আসছেন লংকান এই কোচ।
এছাড়া বাংলাদেশে হাতুরুর আশার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বিপিএলের ম্যাচ দেখতে সিলেট গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সিলেট স্টেডিয়াম ঘুরে দেখার পর সংবাদ সম্মেলনও করেছেন।
সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপ চারিতায় হাতুরুর ব্যাপারে আভাস দেন তিনি। বাংলাদেশের নতুন হেড কোচ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যে ধরণের কোচ খুঁজছি, ফুল টাইম ওটাতে ও (হাথুরুসিংহে) আছে। অন্য কেউ ফুল টাইম না। কেউ হয়তো দুই শ দিন। কেউ হয়তো এক শ দিন। কাউকে আবার আইপিএলে ছেড়ে দিতে হবে। এটা আবার হাথুরুসিংহের নেই। সেদিক থেকে মনে হয় যে ওর সম্ভাবনা বেশি।’
হাতুরুর নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে দেয়া, আর বিসিবি সভাপতির এই বক্তব্যের পর দুইয়ে দুইয়ে চার মেলাতে মেলাতেই বাংলাদেশের নতুন কোচ হয়ে ফিরছেন হাতুরু। আনুষ্ঠানিকভাবে ঘোষণাও এসে গেছে। সুতরাং তাঁর বাংলাদেশে ফিরে আসাটা এখন প্রায় নিশ্চিতই বলা যায়।
ওদিকে চান্দিকা হাতুরুসিংহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম কোচ। তবে এই যাত্রাও তিনি তাঁর ছাপ রাখতে পারবেন কিনা সেই প্রশ্ন রয়েই যায়। তাঁকে নিয়ে সমালোচনার জায়গাও আছে বেশ কিছু।
বিশেষ করে ক্রিকেটারদের সাথে তাঁর সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সিনিয়র ক্রিকেটারদের সাথে তাঁর বৈরী সম্পর্কের কথা সেই সময়ই শোনা যেত। মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার জন্যও তাঁকেই দায়ী করা হয়। মাহমুদউল্লাহ রিয়াদকেও ছেঁটে ফেলতে চেয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপের আগ মুহূর্তে তাঁকে কোচ করে আনার সিদ্ধান্ত ঠিক হবে কিনা সেই প্রশ্নও উঠে আসছে।