শতকে স্মরণীয় রিয়াদ

দু:সহনীয় একটা সময় যাচ্ছিল তাঁর। ক’দিন আগেই তিনি ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক। অথচ, সেই মাহমুদউল্লাহ রিয়াদই কি না ফর্ম খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

দু:সহনীয় একটা সময় যাচ্ছিল তাঁর। ক’দিন আগেই তিনি ছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক। অথচ, সেই মাহমুদউল্লাহ রিয়াদই কি না ফর্ম খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

বিষয়টা এমন অবস্থায় গিয়েছিল, যখন মাহমুদউল্লাহ রিয়াদ কেবলই খেলছিলেন নিজের নামের জোরে। ফরচুন বরিশাল অনেকটা বাধ্য হয়েই তাঁকে রাখছিল একাদশে। রিয়াদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল।

সেই প্রত্যাশা রিয়াদ মেটাতে না পারলেও দিয়েছেন ফেরার আভাস। পঞ্চম ক্রিকেটার হিসেবে বিপিএলে শততম ম্যাচ খেলার নজির গড়ার দিনে রিয়াদের ব্যাট কিছুটা হলেও হেসেছে। তবে, জয় দিয়ে শেষ করতে পারেনি সাকিব-রিয়াদরা।

বিপিএলের চলমান নবম আসরের ৩১ তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। আর এরই মধ্য দিয়ে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর শততম ম্যাচে ঢাকার কাছে ৫ উইকেটে হার মানে বরিশাল। দল না জিতলেও ব্যাট হাতে রান পেয়েছেন মাহমুদউল্লাহ। চারটি চার ও দু’টি ছক্কায় ২৭ বলে ৩৯ রান করেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যে ৮ উইকেটে ১৫৬ রানের লড়াকু পুঁজি পেয়েছিল ঢাকা। তবে, সাত বল হাতে রেখেই জিতে যা ঢাকা ডোমিনেটর্স।

মাহমুদউল্লাহর আগে বিপিএলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা। চলমান বিপিএলেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।

জানিয়ে রাখা ভাল, বিপিএলে এখন পর্যন্ত ১০০ ম্যাচে ২২০০ রান ও ৪৬ উইকেট নিয়েছেন মাহমুুদুল্লাহ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...