স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্থিক দুরবস্থার কথা নতুন কিছু নয়। বছর খানেক আগেও ক্লাব দেউলিয়া হয়ে যাওয়ার একটা জোর গুঞ্জন শোনা গিয়েছিল। ক্লাবের ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার কোটিতে।
তবে বার্তোমেউয়ের জায়গায় নতুন সভাপতি হিসেবে হোয়ান লাপোর্তা গত বছর আগস্টে দায়িত্ব নেওয়ার পর একটু একটু করে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল কাতালান ক্লাবটি। সেই যাত্রায় খেলোয়াড়দের বেতনে ছুরি কাঁচি চালানো ছাড়াও স্টেডিয়াম, টেলিভিশন রাইটস বিক্রি করে আগের অবস্থা থেকে কিছুটা আলোর মুখও দেখতে শুরু করেছিল বার্সা। তবে এখনই সব কিছুর উত্তরণ ঘটছে না।
আগামী মৌসুমে লা লিগার স্যালারি ক্যাপ বলছে, বার্সেলোনাকে এখনও ২০০ মিলিয়ন ইউরো ব্যয় কমাতে হবে। আর এ কারণেই সামনের গ্রীষ্মকালীন দলবদলে বড়ো ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে ক্লাবটি।
বার্সার বর্তমান অধিনায়ক সার্জিও বুস্কেটসের মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমেই। খুব সম্ভবত মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বুস্কেটস দল ছাড়লে অবধারিতভাবেই তাঁর রিপ্লেসমেন্ট খোঁজা লাগবে বার্সাকে। কিন্তু সেই আর্থিক গ্যাঁড়াকলেই আবারো পড়বে বার্সা। এ ক্ষেত্রে বার্সার সামনে একমাত্র পথ হলো, ফ্রি এজেন্ট হয়ে যাওয়া খেলোয়াড় দলে ভেড়ানো।
চেলসির এনগোলো কান্তে বার্সেলোনার দারুণ সংযোজন হতে পারতেন। মাস দেড়েক আগেও জানা গিয়েছিল, চেলসির সাথে আর চুক্তি নবায়ন করবে না এ ফুটবলার। এতে করে ফ্রি ট্রান্সফারে কান্তেকে দলে ভেড়াতে পারতো বার্সেলোনা। কিন্তু সেটি আর হচ্ছে না। নতুন খবর হলো, চেলসির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন কান্তে।
ম্যানসিটির হয়ে খেলা গুন্দোগান হতে পারেন বার্সার আরেকটি সংযোজন। সামনের গ্রীষ্মকালীন উইন্ডোতেই তাঁকে দলে ভেড়াতে পারে বার্সা। কারণ ম্যানসিটির হয়ে এটাই তাঁর শেষ মৌসুম। তবে সার্জিও বুস্কেটসের জায়গায় গুন্দোগান কতটা ফলপ্রস, সেই প্রশ্ন রয়েই যায়।
বুস্কেটসের রিপ্লেসমেন্ট হিসেবে বার্সার নজরে রয়েছেন মার্টিন জুবিমেন্ডি। ২৪ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে বেশ মনে ধরেছে কোচ জাভির। তবে রিয়াল সোসিয়াদ থেকে উড়িয়ে আনতে হলে বার্সাকে গুণতে হবে ৬০ মিলিয়ন ইউরো। আর এখানেই পিছিয়ে গিয়েছে বার্সা বোর্ড। জুবিমেন্ডিকে আপাতত দলে আনা সম্ভব হচ্ছে না।
তবে জুবিমেন্ডি দলে আসলে বুস্কেটসের জায়গায় একটা দীর্ঘমেয়াদী সমাধান পাবে বার্সা। তাই এখন পর্যন্ত জুবিমেন্ডি বার্সার সুনজরেই আছেন। ম্যানসিটির আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি হতে পারেন দুর্দান্ত অপশন। কিন্তু তাঁকে আনতে বার্সাকে খরচ করতে হবে ৯০ মিলিয়ন ইউরো। যা এখন বার্সেলোনার জন্য স্রেফ অসম্ভব।
এখন প্রশ্ন হচ্ছে, বুস্কেটসের বিকল্প হিসেবে এই ফুটবলারদের দলে ভেড়াতে না পারলে বার্সেলোনা কী করতে পারে? কারণ তাদের লা লিগার নীতিমালা অনুযায়ী স্যালারি ক্যাপ কমাতে হবে। তাই কোনো কিছুই সম্ভব না হলে, বুস্কেটসের সাথে আবারো চুক্তি নবায়ন করতে পারেন বার্সেলোনা। এ ছাড়া কোনো পথ তাদের সামনে খোলা নেই। নতুন চুক্তি নবায়ন করলে যেটা হবে, সেটা হলো- বুস্কেটসের বেতন কমিয়ে একটা সমন্বয় করার চেষ্টা করতে পারেন বার্সা।
তবে এমন কিছু হলে পিছিয়ে পড়বে বার্সেলোনা। কোনো মতে স্যালারি ক্যাপ কমিয়ে খেলতে পারলেও শক্তিমত্তায় বেশ পিছিয়ে তারা। এমনি সামনের সামার ট্রান্সফারে নতুন কোনো খেলোয়াড় না ভেড়াতে পারলে ক্লাবের ভবিষ্যৎ যাত্রায় একটা নেতিবাচক প্রভাবও পড়তে পারে।