ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই বিপদে কলকাতা নাইট রাইডার্স। দুই বারের চ্যাম্পিয়ন কেকেআরের টিম ম্যানেজমেন্টের কপালে এখনই চিন্তার ভাজ। কারণ, তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার পড়েছেন ইনজুরিতে।
সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদ টেস্ট খেলতে পারেননি এ ব্যাটার। অনিশ্চয়তা রয়েছে আইপিএল খেলা নিয়েও। এখন আইয়ারের জায়গায় কলকাতাকে নেতৃত্ব দিবেন কে? কার উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? তালিকায় আছে বেশ কয়েকটা নাম – দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের সাথে আছেন ভারতের নিতিশ রানা কিংবা নিউজিল্যান্ডের টিম সাউদি। এমন কি খোদ সাকিব আল হাসানও নাকি এই দায়িত্বটা পেতে পারেন।
নানা গুঞ্জনের মধ্যেই এবার নতুন একটা নাম শোনা গেল। আর সেই নামটা এল কলকাতা নাইট রাইডার্সের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে, বাংলাদেশের ওপেনার লিটন দাসকেই দলটি নিজেদের অধিনায়ক বলে দাবি করেছে।
সদ্যই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমে লিটন কুমার দাস খেললেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই লিটনকে অভিনন্দন জানিয়ে কেকেআর তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে। কমেন্ট সেকশনে এক সমর্থকের কমেন্টের রিপ্লাইয়ে কেকেআর লিখে, ‘আমাদের অধিনায়ক’।
শ্রেয়াস আইয়ারের ইনজুরিটা গুরুতরই। তিনি পুরো আইপিএল মৌসুম মিস করবেন কি না – সেটা অবশ্য নিশ্চিত নয়। তবে, এটা ঠিক যে বেশ কয়েকটা ম্যাচ তাঁকে বাইরে থাকতেই হবে। ফলে, শাহরুখ খানের দলকে একজন বিকল্প অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে।
এবারই প্রথম আইপিএল খেলবেন লিটন। কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ ভারতীয় রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা। এই লিটনকে অধিনায়ক করারও একটা বিপদ আছে। কারণ, তিনি আইপিএলের শুরু থেকে থাকতে পারবেন কি না – সেটা নিশ্চিত নয়।
আইপিএল শুরু হবে আগামী ৩১ মার্চ। একই দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। চার এপ্রিল শুরু হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। এবারের আসরের দ্বিতীয় দিন, আসছে এক এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে কলকাতা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হবে আট এপ্রিল। এই সময়ে কলকাতা দু’টো ম্যাচ খেলবে। নয় তারিখ অনুষ্ঠিত হবে তাঁদের তৃতীয় ম্যাচ। বৈশ্বিক প্রেক্ষাপটে এখন কম-বেশি সব দলই আইপিএলের ক্ষেত্রে খেলোয়াড়দের এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে ছাড় দিয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে আসরের শুরু থেকেই আইপিএলে থাকতে পারেন লিটন দাস।
তবে, সমস্যা হল মৌখিকভাবে এনওসি চেয়ে রেখেছেন সাকিব আল হাসানও। সাকিবও খেলবেন কেকেআরেই। এমন কি তিনিও অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন। আর টেস্টে সাকিব না খেললে লিটনেরই তো অধিনায়কত্ব করার কথা। আর দু’জনকেই ছেড়ে দিলে বাংলাদেশের অধিনায়কত্ব করবে কে!