২০২১ সালে লিওনেল মেসি দল ছাড়ার পর থেকেই পুন:গঠনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। দলের বেশিরভাগ পজিশনে তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখছেন কোচ জাভি। মেসির পর গত মৌসুমে দল ছেড়েছেন অভিজ্ঞ পিকেও। এই মৌসুম শেষে দল ছাড়ার কথা অধিনায়ক সার্জিও বুসকেটসের। তাই জাভির জন্য মাথা ব্যাথার কারণ অনেক গুলো। তার মধ্যে সবচেয়ে বেশি মাথা ব্যাথা সম্ভবত রাইটব্যাক পজিশন নিয়ে।
বেশ অনেক বছর হতে চললো বড় কোনো সাইনিং করাচ্ছে না কাতালানরা। গত গ্রীষ্মকালীন দলবদলে হেক্টর বেলেরিনকে রাইট ব্যাক পজিশনের জন্য দলে ভেরালেও শীতকালীন দলবদলেই বার্সা ছাড়েন বেলেরিন। সেই থেকে এই পজিশনের জন্য জুল কুন্ডে আর সার্জিও রবার্তোর ওপরই ভরসা করছেন জাভি। তবে দুইজনের কেউই বার্সেলোনার জন্য দীর্ঘ সময়ের সমাধান হতে পারেননি।
বাজেটের ঘাটতি বার্সেলোনার দলবদলের জন্য প্রধান সমস্যা বলেই মনে করা হচ্ছে এখন। বার্সেলোনার স্কাউট টিম রাইট ব্যাক পজিশনের জন্য বেশ কয়েকজন খেলোয়াড়ের কথা ভাবলেও শেষ পর্যন্ত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাজেটের সমস্যা।
হুয়ান ফয়েত বা ফরাসি রাইট ব্যাক বেঞ্জামিন পাভার্ডকে দলে ভেরাতে চাইলেও শেষ পর্যন্ত আর্থিক সমস্যার কারণে তাদের কাউকেই দলে ভেরাতে পারেনি বার্সা। এই আর্থিক সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে সাবেক সভাপতির রেফারি কমিটিকে দেয়া ঘুষ কেলেঙ্কারির ঘটনায়।
২০১৬ সালে দানি আলভেজ দল ছাড়ার পর থেকেই রাইট ব্যাক পজিশন নিয়ে সমস্যায় ভুগছে বার্সেলোনা। এরপর একের পর এক খেলোয়াড়কে এই পজিশনে পরখ করা হলেও কেউই বেশিদিন সার্ভিস দিতে পারেননি কাতালানদের। রাইট ব্যাক সমস্যায় নিয়ে তাই সামনের মৌসুমেও ভুগতে হতে পারে জাভিকে।
এই নির্দিষ্ট পজিশনের জন্য বেশ কিছু বিকল্পের সন্ধান পেলেও শেষ পর্যন্ত বাজেটের ঘাটতিই সমাধান হতে দেয়নি এই সমস্যার। তাই আর্থিক সমস্যা সমাধান না হওয়া ২০২৪-২৫ মৌসুম পরবর্তী গ্রীষ্মকালীন দলবদলের আগ পর্যন্ত এই সমস্যা নিয়ে হাল ছেড়ে দিয়েছে বার্সা কতৃপক্ষ। এই মৌসুমের জন্য বরাদ্দকৃত বাজেটে একজন সেন্ট্রাল মিডফিল্ডার ও সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে লেভানডফস্কির ব্যাকআপ হিসেবে একজনকে দলে ভেরাতে চায় কাতালানরা।