জিদান বা মরিনহোই হচ্ছেন আল নাসেরের কোচ!

প্রথম থেকেই যেন খুব একটা বনিবনা হচ্ছিলো না ক্রিশ্চিয়ানো রোনালদো আর আল নাসের কোচ রুডি গার্সিয়ার। এমনকি রোনালদো দলে যোগ দেবার সময় ‘মেসিকেই বেশি পছন্দ আমার’ এমন মন্তব্য করেও বেশ আলোচিত হয়েছিলেন তিনি।

সেই সাথে তারকায় ঠাসা দল নিয়েও মাঠের পারফরম্যান্স ভালো করতে পারেননি গার্সিয়া। তাই সব মিলিয়ে শেষমেষ আল নাসেরের চাকরিটা হারাতেই হলো তাকে। এখন প্রশ্ন হলো রোনালদোদের কোচ কে হচ্ছেন?

শুধু রোনালদোই নয়, ক্লাবের অন্য খেলোয়াড়দের সাথেও সম্পর্কের অবনতি হচ্ছিলো গার্সিয়ার। তার উপর যোগ হয়েছে সৌদি লিগের পয়েন্ট টেবিলে ১১ নম্বরে থাকা দল আল ফেইহার সাথে ড্র করার ঘটনা।

তাই আর কালক্ষেপন না করে গার্সিয়াকে বরখাস্তই করলো আল নাসের। অন্তর্বর্তী দায়িত্বটা তারা তুলে দিয়েছে ক্লাবের যুব দলের কোচ দিনকো জেলিচিচের হাতে। তবে পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য কোচ খোঁজার কাজটা কোমড় বেধেই করছে আল নাসের।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মত খেলোয়াড় যখন সৌদি আরবের আল নাসেরের মত ক্লাবে যোগ দেন তখন সেই ক্লাবের অনেক কিছুই হবে তাকে কেন্দ্র করে সেটিই স্বাভাবিক। নতুন কোচ নিয়োগেও তাই আল নাসের রোনালদোর মতামতকে গুরুত্ব দেবে সেটিই অনুমেয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদে সাবেক কোচ জিনেদিন জিদান ও জোসে মরিনহোকে প্রস্তাব দেবার ব্যাপারে আলোচনা চলছে আল নাসেরে।

গণমাধ্যম গুলোর তথ্য অনুযায়ী জিদান এবং মরিনহো দুইজনকেই আপাতত সম্ভাব্য লিস্টে রাখছে আল নাসের। সাবেক রিয়াল কিংবদন্তী জিদানকে ইতোমধ্যে মৌখিকভাবে প্রস্তাবও দেয়া হয়েছে। জিদানকে প্রস্তাব দেবার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন রোনালদোই। সাবেক গুরুকে নিজের ক্লাবের কোচ হিসেবে দেখতে চাইছেন সিআর সেভেন।

তবে জিদানকে কোচ হিসেবে পাওয়াটা মোটেও সহজ হবে না আল নাসেরের জন্য। প্রথমত জিদান আপাতত কোনো ক্লাব দলের দায়িত্ব নেবেন কিনা সেটিই মূল আলোচনার বিষয়। কারণ ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তী বারবার জানিয়ে এসেছেন যে, ফ্রান্স দলের কোচ হওয়াটাই লক্ষ্য তাঁর।

সেই সাথে ইউরোপের সব বড় বড় ক্লাবও আগ্রহী জিদানের ব্যাপারে। যে রিয়াল মাদ্রিদের চাকরি ছাড়ার পর আর কোথাও কাজ করেননি জিদান সেই রিয়ালও নতুন করে চাইতে পারে জিদানকে।

সামনের মৌসুমের রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে ক্লাব ছাড়লে জিদানকেও কোচ হবার প্রস্তাব দিতে পারে রিয়াল। এছাড়া ইংলিশ জায়ান্ট টটেনহাম হটস্পারও আগ্রহী জিদানের ব্যাপারে। আন্তেনিও কন্তের বিদায়ের পর খালিই পড়ে আছে তাদের কোচের পদটা।

এর আগেও আল নাসেরের দায়িত্ব নেবার গুঞ্জন ছিলো জোসে মরিনহোর। মরিনহোর জন্য দুই মৌসুমের প্রায় ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও দিয়েছে আল নাসের। যদিও মরিনহোর পক্ষ থেকে এখনও কিছুই জানা যায় নি এ বিষয়ে।

তাই শেষ পর্যন্ত কাকে আল নাসেরের ডাগ আউটে দেখা যাবে তা নিশ্চিত নয় এখনো। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর জিদান বা মরিনহো সৌদি আরবের ফুটবলে যুক্ত হলে তা নিশ্চিতভাবেই বাড়তি মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link