আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু আগেই ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ। ১০ জানুয়ারি অনুশীলন শুরুর আগেই নতুন ব্যাটিং কোচ জন লুইস দলের সাথে যোগ দিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
গত ২১ আগস্ট পারিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নেইল ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জির বিদায়ের পর টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ক্রেগ ম্যাকমিলান। কিন্তু বাবার মৃত্যুতে তিনিও দায়িত্ব ছেড়ে চলে যান।
এরপর হেড কোচ রাসেল ডোমিঙ্গোর চাওয়া অনুযায়ী জন লুইসকে চূড়ান্ত করে বিসিবি। তবে জন লুইসকে দায়িত্ব দিলেও তার সাথে দীর্ঘ মেয়াদে চুক্তি করেনি বিসিবি। আপাদত দুই এক সিরিজ তাকে দেখার পর সিদ্বান্ত নেবে বোর্ড।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘লুইস কাল পরশুর মধ্যে আসবে। সে এলে তার সাথে আমরা সামনা সামনি কথা বলব। এখন যে পরিস্থিতি, করোনার কারণে কেউ লম্বা সময়ের জন্য চুক্তিতে যাচ্ছে না। পরিস্থিতি কঠিন। তাকে আমরা সামনে থেকে দেখব দুই একটা সিরিজ। তারপর যদি ভালো হয়, তাহলে চেষ্টা করব তাকে রাখার।’
জন লুইসকে তার অভিজ্ঞতা দেখেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমাদের তিন চার জনের তালিকা ছিল। সেখান থেকে তাকে বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞতা ও কোথায় কোথায় কাজ করেছে, এসব দেখে। পরে আমরা কোচের সঙ্গেও আলাপ করি। কোচের মতামত নিয়ে, আমরা সবাই বসে একমত হওয়াতেই তাকে আমরা নিয়েছি।’
তবে সিরিজে ব্যাটিং কোচ পেলেও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ। নিউজিল্যান্ডের কঠোর নিয়মনীতির কারণেই আসা হচ্ছে না তাঁর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ সোহেল ইসলাম।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘ভেট্টোরি আসতে চেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড একটা নিয়ম করেছে, দেশের বাইরে থেকে যখন দেশে ঢুকবে, ওটা অনেক আগে জানিয়ে দিতে হবে। তারপর ওখানে অনেক দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে জায়গায় থাকতে হবে, ওই জায়গাটা অনেক লিমিটেড। ওখানে সিরিয়াল পাওয়া যায় না। যতদিন পাওয়া যাবে না, ততদিন এখানে অপেক্ষা করতে হবে। সিট নিশ্চিত হলে তারপর যেতে হবে।’
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘এগুলা নিয়ে চিন্তাভাবনা করে দেখলাম যে, এটা অনেক কঠিন। টাকা পয়সারও ব্যাপার আছে, পাশাপাশি সময়ও অনেক বেশি নিচ্ছে। আমরা নিউজিল্যান্ড সফরে যখন যাব (মার্চে), তখন সে দলের সঙ্গে থাকবে। এই সিরিজে ভেট্টোরির পরিবর্তে কোচ সোহেলকে আমরা রাখছি।’