পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি জাকা আশরাফের বক্তব্যকে পাত্তা দিচ্ছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাঁদের দাবি, এশিয়া কাপে আর কোনো পরিবর্তন হবে না।
২০০৮ সালের পর আবারও কোনো বহুজাতিক ক্রিকেট আসরের ভেন্যু পাকিস্তান। হাইব্রিড মডেলের আওতায় যৌথভাবে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে নয়টি ম্যাচ। মানে, বাকি চারটি ম্যাচ পাকিস্তানে হবে। পাকিস্তানে হওয়া সব ক’টি ম্যাচই হতে পারে লাহোরে।
এখানেই আপত্তি পাকিস্তান সরকারের সমর্থনে পিসিবির দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা জাকা আশরাফের। তিনি এশিয়া কাপের জন্য চূড়ান্ত হয়ে যাওয়া হাইব্রিড মডেলের বিরোধিতা করেছেন। সব গুলো ম্যাচ পাকিস্তানে হওয়ারই দাবি জানিয়েছেন। তবে, এই দাবিকে একেবারেই আমলে নিচ্ছে না এসিসি।
এসিসির এক মুখপাত্র প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘এশিয়া কাপের এই মডেল ইতোমধ্যে এসিসের ছাড়পত্র পেয়েছে। এখানে কোনো পরিবর্তনের সুযোগ নেই। আশরাফ যা ইচ্ছা বলতে পারেন, তাতে কিছু যায় আসে না।’
এশিয়া কাপের জন্য হাইব্রিড মডেলে শুরুতে আপত্তি ছিল ভারতের বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ারও (বিসিসিআই)। অনেক জল ঘোলার পর এই প্রস্তাবে সম্মত হয়েছে বিসিসিআই। ফলে, এখন জাকার বক্তব্যে এশিয়া কাপের ভাগ্য পাল্টানোর কথাই নয়।
তবে, জাকার এই বক্তব্য পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ হুমকির মুখে ফেলতে পারে। চলতি বছরে ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারত। সেখানে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেননি নাজাম শেঠিও। সেখানে জাকা আশরাফ দায়িত্ব নিলে নতুন করে জটিলতা বাড়তেও পারে। দেখা যাক, বিরোধের এই জল আর কতদূর গড়ায়!