মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে বলা হয় শচীন টেন্ডুলকারের ঘরের মাঠ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার আবার প্রিয় ক্রিকেটার হচ্ছেন টেন্ডুলকার। লিটল মাস্টারের অনেক কীর্তির স্বাক্ষী ওয়াংখেড়েতে তাই খেলতে মুখিয়ে ছিলেন বাভুমা।
তবে শেষ পর্যন্ত বাভুমার সে রোমাঞ্চে আফসোসই সঙ্গী হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে এ দিন টসেই নামতে পারেননি প্রোটিয়া এ অধিনায়ক। অসুস্থতার কারণে ছিটকে গিয়েছেন এ ম্যাচ থেকে। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।
যদিও বাভুমার কী হয়েছে, তা এখনো নির্দিষ্ট করে জানায়নি দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেও টিম বাসে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু টসের সময়ই মেলে ভিন্ন দৃশ্য৷ বাভুমার জায়গায় টস করতে আসেন মার্করাম।
অবশ্য এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বাভুমা। ৩ ম্যাচে রান করেছেন মোটে ৫৯। তাহলে কি অফ ফর্মের কারণে নিয়মিত অধিনায়ককে বাইরে রেখেছে প্রোটিয়া দল? যদিও, টস করতে নেমে মার্করাম জানিয়েছেন অসুস্থতার জন্য একাদশে নেই বাভুমা।
চতুর্থ ম্যাচে এসে তাঁর জায়গায় প্রোটিয়া একাদশে খেলছেন রেজা হেনড্রিকস। সুুযোগ পেয়েই অবশ্য বাজিমাত করেছেন এ ব্যাটার। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৭৫ বলে ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস।
এ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন বেন স্টোকস। এছাড়া ইংল্যান্ডের একাদশে এসেছে আরো দুটি পরিবর্তন। ক্রিস ওকস ও স্যাম কারেনের জায়গায় এসেছেন ডেভিড উইলি ও গাস অ্যাটকিনসন।