জেমস অ্যান্ডারসনকে রিভার্স ল্যাপে চার মেরেছেন ঋষভ পান্ত, ইন্টারনেটে এটাই এখন তুমুল আলোচিত ছবি। এ ছবি জানান দিচ্ছে, সাদা পোশাকে ব্যাটসম্যান হিসেবে নিজের সামর্থ্যে ঠিক কতটা উঁচুতে ঋষভের। অথচ কিছুদিন আগেও ভাবা হচ্ছিল, হয়তো এখনও অনেকেই ভাবেন, ঋষভ পান্ত শুধুমাত্র রঙিন দিনেরই খেলোয়াড়।
তা ভাবা যেতে পারে, এখনও সিদ্ধান্ত নেওয়ার মত অনেক বেশি টেস্টে তো ঋষভ মাঠে নামেননি। ইংল্যান্ডের সাথে চলমান টেস্টটা ঋষভের খেলা মাত্র ২০ তম টেস্ট। এই ২০ তম টেস্টেই তিনি এমন কিছু করেছেন যা কোন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান করেননি। ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ হবেন কিনা, সেটা সময়ই বলে দেবে, কিন্তু এই পরিসংখ্যান কিন্তু একটা সম্ভাবনার কথাই বলছে!
- ব্যাটিং গড়
৩৩ ইনিংস পর পান্তের ব্যাটিং গড় ৪৫.২৬, যেটা ন্যূনতম দশ ইনিংসে মাঠে নামা যেকোন ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ। ঋষভের পরের নামটা অনুমতিভাবেই মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ধোনির ব্যাটিং গড় ৩৮.০৯।
- স্ট্রাইক রেট
সাদা পোশাকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে পান্তের স্ট্রাইক রেট ৭১.৪৭, যেটা কিনা ন্যূনতম পাঁচ ইনিংসে ব্যাট হাতে নামা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটে পান্ত যে অল্পকিছু হাফ-সেঞ্চুরি করেছেন, তার মধ্যে পাঁচটা হাফ-সেঞ্চুরির স্ট্রাইক রেটই ছিল আশির ওপর। এতে স্পষ্টভাবেই বোঝা যায়, নিজের ব্যাটিংয়ে কতটা প্রভাব রাখতে পছন্দ করেন তিনি!
- অনন্যতা
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের অনন্যতা ছিল একটা জায়গাতে- যেকোন জায়গায়, যেকোন কন্ডিশনে তিনি সহজাত খেলাটা চালিয়ে যেতে পারতেন। পিচ, বোলার এসব কখনই গিলক্রিস্টের কাছে এক্স-ফ্যাক্টর হতে পারেনি।
ঋষভ পান্ত গিলক্রিস্টের পর্যায়ে চলে গেছেন এমনটা অবশ্যই বলা যাবেনা, কিন্তু তিন বছরের ক্যারিয়ারে পান্ত ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত কন্ডিশনেও সমানতালে পারফর্ম করেছেন, ক্লাসিক ইনিংস খেলেছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতে একইসাথে সেঞ্চুরি করা মাত্র দুইজন ব্যাটসম্যান হলেন গিলক্রিস্ট আর পান্ত। শুধু তাই না, ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ার বাইরে একের বেশি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান হলেন ঋষভ পান্ত।
- বড় ইনিংস খেলায় স্বচ্ছন্দ্য
ঋষভ পান্ত তাঁর ৩৩ টেস্ট ইনিংসে পঞ্চাশের বেশি রান করেছেন মোট ৯ বার। তারমানে প্রতি ৩.৬৬ ইনিংসে একবার করে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ঋষভ। যেটা কিনা ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
- ডিসমিসাল
৩৩ ইনিংসে ঋষভ পান্ত উইকেটের পেছন থেকে প্রতি ইনিংসে ২.০৫ টি করে ডিসমিসাল করেছেন। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে পাঁচের বেশি ইনিংসে স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়েছেন এমন উইকেটরক্ষকদের মধ্যে এটাই সর্বোচ্চ। আর দ্বিতীয় স্থানে? মহেন্দ্র সিং ধোনি। প্রতি ইনিংসে ১.৭৭ টা ডিসমিসালে অংশ নিয়েছেন তিনি।
শুরু থেকে শেষ করা যাক। নব্বইয়ের ঘরে ঋষভ রিস্ক নিয়ে রিভার্স ল্যাপ খেলেছিলেন, যে ল্যাপ তাকে আগেও খেলতে দেখা গেছে দেখা গেছে যেকোন জায়গায়। কিন্তু সেগুলো ছিল আইপিএলে, অস্ট্রেলিয়াতে ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে। এভাবে নার্ভাস নাইন্টিজে দাঁড়িয়ে এমন শট খেলার আসলে একটাই ব্যাখ্যা থাকতে পারে- সাহস!
এ ব্যাপারে ঋষভকে জিজ্ঞসও করা হয়েছিল ইনিংস শেষে। ঋষভ বলেছিলেন, ‘হোয়েন এভ্রিথিং ইজ গোয়িং অন ইউর ওয়ে, ইউ ক্যান ট্রাই ইউর লাক (যখন সবকিছুই তোমার মনমত চলছে, তুমি ভাগ্যকে পরীক্ষা করে দেখতেই পারো)।’
আর কে না জানে, ভাগ্য সাহসীদেরই সহায় হয়!