বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে আবিদ আলী

দারুণ ফর্মে আছেন আবিদ আলী। চলতি বছর টেস্ট ক্রিকেটে পাকিস্তানি এই ওপেনার বেশ ভাল সময় কাটিয়েছেন। যদিও, আপাতত সংকটটা তাঁর শারীরিক। খবর হল, পাকিস্তানের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট আসর কায়েদ ই আজম ট্রফির ম্যাচ চলাকালে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাঁকে।

সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে তিনি খেলছিলেন টুর্নামেন্টে। ইউবিএল কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচটা ছিল কাইবার পাখতুনওয়ার বিপক্ষে। তিনি দলের ম্যানেজার আশরাফ আলীর কাছে দু’বার বুকে ব্যাথার বিষয়টা জানান। টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি না নিয়ে তাঁকে সোজা হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হয়। আপাতত তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আশরাফ আলী গণমাধ্যমকে বলেন, ‘সকালে ও ৬২ রানে ব্যাট করছিল। তখনই বুকে ব্যাথার কথাটা আমাদের জানায়। একবার না, দুবার বলে ব্যাথার কথা। আমাদের কাছে মনে হয়েছে – ওকে হাসপাতালে পাঠানোই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে।’ এই আশরাফ আলীও ক্রিকেটার ছিলেন। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে টেস্টও খেলেছেন।

হাসপাতালে যাওয়ার আগেই অবশ্য দারুণ একটা মাইলফলকে নিজের নাম লেখান আবীদ আলী। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজার রানের মাইল ফলকে পৌঁছে গেছেন। সর্বশেষ বাংলাদেশ সফরেও সাদা পোশাকে আবিদ আলী ছিলেন দুর্দান্ত ফর্মে। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি করেন দুই ম্যাচের টেস্ট সিরিজে। আরেকটি ইনিংসে করেন ৩৯ রান। সিরিজ সেরার পুরস্কারও উঠে তাঁরই হাতে।

৩১ বছর বয়সী আবিদ আলীর সর্বশেষ অবস্থা জানিয়ে আশরাফ আলী বলেন, ‘এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে, সব রকমের ডাক্তারি পরীক্ষা শেষে বলা যাবে হয়তো।’

পাকিস্তানি গণমাধ্যম  ‘দ্য ডন’ জানিয়েছে, প্রথম দফার ডাক্তারি পরীক্ষার ফলাফল ইতিবাচক। আপাতত আবিদ আলী আগের চেয়ে অনেকটাই ভাল আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link