হাসতে দেখো, গাইতে দেখো

মাঠের ক্রিকেট যেমন জমে উঠেছে তেমনি মাঠে নানারকম ঘটনাও ঘটেছে। মাঠে ক্রিকেটার ও দর্শকদের নানারকম কাণ্ডে মজার সব মুহূর্ত তৈরি হয়েছে। ২০২১ সালে ক্রিকেট মাঠের মজার সব ঘটনা নিয়েই খেলা ৭১ এর এই তালিকা।

করোনা মহামারির কারণে লম্বা সময় মাঠে গড়ায়নি ক্রিকেট। বিশেষ করে গতবছর অনেকগুলো আন্তর্জকাতিক ম্যাচ বা টুর্নামেন্টই পেছাতে হয়েছিল। তবে এবছর আন্তুর্জাতিক ক্রিকেট বেশ ব্যস্ত সময় পার করেছে। গত বছরের জমে থাকা অনেক ম্যাচও এবছর আয়োজিত হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আসর গুলোও বসেছে এবছর। সবমিলিয়ে সমর্থকদের মুখে হাসি ফিরে এসেছে এবছর।

মাঠের ক্রিকেট যেমন জমে উঠেছে তেমনি মাঠে নানারকম ঘটনাও ঘটেছে। মাঠে ক্রিকেটার ও দর্শকদের নানারকম কাণ্ডে মজার সব মুহূর্ত তৈরি হয়েছে। ২০২১ সালে ক্রিকেট মাঠের মজার সব ঘটনা নিয়েই খেলা ৭১ এর এই তালিকা।

  • সাঞ্জু স্যামসন

এবছর আইপিএলে প্রথম অধিনায়কত্ব করার সুযোগ পান সাঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতেও দারুণ মৌসুম কাটিয়েছেন এই ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে আইপিএলে নিজের প্রথম ম্যাচেই অবাক করা এক কাণ্ড করেছেন তিনি।

পাঞ্জাব কিংসের সাথে সেই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে যান তিনি। তবে টসের পর কয়েন তুলে নিজের পকেটে ভরে ফেলেন এই ব্যাটসম্যান। মজার এই ঘটনার ব্যাখ্যা হিসেবে পরে স্যামসন বলেছিলেন, ‘কয়েনটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আমি রেফারিকে জিজ্ঞেস করেছিলাম এটা নেয়া যাবে কিনা। তবে সে মানা করে দিল।’ সেই ম্যাচেই পরে ব্যাট করতে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন।

  • দীনেশ কার্তিক-শিখর ধাওয়ান 

এবার আইপিএলের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তবে এর আগে কলকাতা ও দিল্লীর মধ্যকার এক ম্যাচে দেখা গিয়েছে মজার এক কীর্তি। সেই ম্যাচে ভারতের দুই ক্রিকেটার শিখর ধাওয়ান ও দীনেশ কার্তিক এই কান্ডে জড়ান। কার্তিক ধাওয়ানের দিকে কিছু একটা ইশারা করলে হাটু গেড়ে বসে পড়েন ধাওয়ান। দুজন যে মজা করেই করছিলেন সেটা তাদের দেখেই বোঝা যাচ্ছিল।

  • দ্য ইউনিভার্স বস থিঙস 

ক্রিস গেইল মাঠে নামা মানেই দর্শকদের জন্য বাড়তি পাওয়া। ক্যারিবীয় এই ব্যাটসম্যান বিনোদন দেয়াতে সবার চেয়ে এগিয়ে নিশ্চই। এই বিশ্বকাপে নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। সেখানে বল হাতে পান মিচেল মার্শের উইকেট। উইকেট পাওয়ার পর মার্শের পিচের উপর চড়ে বসেন দানবীয় গেইল। নিজের শেষ ম্যাচেও এমন কিছু শুধু গেইলই করতে পারেন।

  • মোহম্মদ নবীর ইংলিশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বিশাল জয় পায় আফগানিস্তান। এরপর সংবাদ সম্মেলনে আসেন দেশটির অধিনায়ক মোহম্মদ নবী। তিনি সেখানে ইংরেজিতে কথা বলতে হবে বলেন ৫ মিনিটেই আমার ইংলিশ শেষ হয়ে যাবে। তিনি আরো বলেছিলেন এই ইংরেজিতে কথা বলাটাই নাকি সবচেয়ে কঠিন কাজ। নবীর নিজেকে নিয়ে এমন কথায় মজা পেয়েছিল সাংবাদিকরাও।

  • বিরাট কোহলির বদলি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারত। রোহিত শর্মা আউট হয়ে তখন প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। ভারতের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির মাঠে নামার কথা থাকলেও মাঠে নামলেন আরেকজন। একবারে ব্যাট-প্যাড নিয়ে।

দূর থেকে বোঝার উপায় নেই তিনি যে আসলে ক্রিকেটারই নন। ব্যাট হাতে নেমে গার্ডও নিচ্ছিলেন। তবে তখনই নিরাপত্তাকর্মীরা এসে ধরে নিয়ে যায় ওই টেস্টের দর্শক ড্যানিয়েল জার্ভিসকে। ওই সিরিজের শেষ টেস্টেই আবার মাঠে ঢুকে পড়েছিলেন সেই দর্শক। এবছর ক্রিকেট মাঠে দর্শকদের জন্য সবচেয়ে হাস্যকর ঘটনা বোধহয় এটিই ছিল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...