ভারতকে নিয়ে ডুবল আফগানিস্তান

এই ম্যাচে আফগানিস্তানের চেয়েও বেশি আগ্রহ ছিলো ভারতের। আফগানরা কোনোক্রমে জিতলে ভারতের সেমিফাইনাল দুয়ার খুলে যেতো। আর নিউজিল্যান্ডের সেমিফাইনালে যেতে দরকার ছিলো একটা জয়। শেষ পর্যন্ত ভারতকে কাঁদিয়ে আফগানরা ডুবলো এই ম্যাচে এসেই। 

এই ম্যাচে আফগানিস্তানের চেয়েও বেশি আগ্রহ ছিলো ভারতের। আফগানরা কোনোক্রমে জিতলে ভারতের সেমিফাইনাল দুয়ার খুলে যেতো। আর নিউজিল্যান্ডের সেমিফাইনালে যেতে দরকার ছিলো একটা জয়। শেষ পর্যন্ত ভারতকে কাঁদিয়ে আফগানরা ডুবলো এই ম্যাচে এসেই। আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পা দিলো নিউজিল্যান্ড।

১২৫ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। ১২ বলে ১৭ রান করে মুজিব উর রহমানের শিকার হন ড্যারেল মিশেল। এরপর দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সাথে ৩১ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল। দলীয় ৫৭ রানে ব্যক্তিগত ২৩ বলে ২৮ রানে ফিরেন গাপটিল। তবে ম্যাচে আফগানদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি উইলিয়ামসন-কনওয়েরা। দু’জনের ব্যাটে বাকি পথটা বিনা বাঁধায় পেরিয়ে যায় নিউজিল্যান্ড। দুই ব্যাটারের ৬৮ রানের অসাধারণ জুটিতে সেমিতে পা দিলো নিউজিল্যান্ড।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তানের টপ অর্ডার। দলীয় ৮ রানে অ্যাডাম মিলনের বলে ফিরেন মোহাম্মদ শাহজাদ। পরের ওভারেই ট্রেন্ট বোল্টের শিকার হন হযরতউল্লাহ জাজাই। এরপর দলীয় ১৯ রানেই সাউদির শিকার হন রহমানউল্লাহ গুরবাজ! মাত্র ১৯ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে আফগানরা। গুলবাদিন নায়েবের সাথে জুটি গড়েন নাজিবউল্লাহ জাদরান। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েন ৩৭ রানের জুটি।

এরপর দলীয় ৫৬ রানে আউট হন গুলবাদিন নায়েব! নাজিবের সাথে যোগ দেন মোহাম্মদ নবি। একপ্রান্তে নাজিব একক আধিপত্য দেখালেও আরেকপ্রান্তে কেউই ভীত গড়তে পারছিলেন না। পঞ্চম উইকেটে নবির সাথে বড় জুটির পথে এগোয় নাজিব। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে নাজিবউল্লাহ জাদরান তুলে নেন ফিফটি। বাকিরা ব্যর্থ হলেও একাই লড়াই করেন নাজিব।

দু’জনে মিলে গড়েন ৫৯ রানের জুটি! আরেকপ্রান্তে যোগ্য সমর্থন দেন মোহাম্মদ নবি। এরপর দলীয় ১১৫ রানে ব্যক্তিগত ১৪ রানে আউট হন নবি। পরের ওভারেই বিদায় নেন নাজিব ও করিম জানাত। শেষদিকে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি আফগানরা।

নাজিবউল্লাহ জাদরানের ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৭৩ রানের দূর্দান্ত ইনিংসের পরেও নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট সর্বোচ্চ ৩ টি ও সাউদি শিকার করেন ২ উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান – ১২৪/৭ (২০ ওভার); নাজিব ৭৩(৪৮), গুলবাদিন ১৫ (১৮), নবি ১৪(২০); বোল্ট ৪-০-১৭-৩, সাউদি ৪-০-২৪-২, মিলনে ৪-০-১৭-১।

নিউজিল্যান্ড – ১২৫/২ (১৮.১ ওভার); উইলিয়ামসন ৪০(৪২)*, কনওয়ে ৩৬(৩২)*, গাপটিল ২৮(২৩), মিশেল ১৭(১২); রশিদ ৪-০-২৭-১, মুজিব ৪-০-৩১-১।

ফলাফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...