বাংলাদেশ দলে আসছেন সাদা বিদ্যুত

বাংলাদেশের পেস বোলিং কোচের পদটা খালি ছিল গত দুই মাস ধরেই। এই বছরের শুরুতেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সাথে। এরপর থেকেই নতুন পেস বোলিং কোচের খোঁজ চালাচ্ছিল বিসিবি। সেই পদে এবার যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড।

বাংলাদেশের পেস বোলিং কোচের পদটা খালি ছিল গত দুই মাস ধরেই। এই বছরের শুরুতেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের সাথে। এরপর থেকেই নতুন পেস বোলিং কোচের খোঁজ চালাচ্ছিল বিসিবি। সেই পদে এবার যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক পেসার অ্যালান ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন এই কোচ। অ্যালান ডোনাল্ডের যোগ দেয়ার বিষয়টি খেলা৭১ কে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। নতুন এই কোচের সাথে চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, অ্যালেন ডোনাল্ড আমাদের নতুন পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন।’

দক্ষিণ আফ্রিকান এই কোচের সাথে বিসিবি চুক্তি করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। অস্ট্রেলিয়ার মাটিতে এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মুস্তাফিজ, তাসকিনদের নিয়ে কাজ করবেন এই কোচ। জালাল ইউনুস বলেন, ‘অ্যালেন ডোনাল্ড বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন। মানে আপাতত এতটুকুই চুক্তি করা হয়েছে। তবে পরে দুই পক্ষের মতামত নিয়ে চুক্তির মেয়াদ আরো বাড়ানো যেতে পারে।’

ওদিকে আসছে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অ্যালেন ডোনাল্ডের যোগ দেয়ার ব্যাপারটাও খেলা-৭১ কে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের এই চেয়ারম্যান। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় গিয়ে যে ক্যাম্প করবে সেখানেই যোগ দিবেন নতুন এই পেস বোলিং কোচ।

এর আগে অ্যানেল ডোনাল্ড ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১১ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

কিংবদন্তি এই পেসার তাঁর ৭২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তুলে নিয়েছিলেন ৩৩০ উইকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৪ ওয়ানডে মক্সাচে তাঁর ঝুলিতে আছে ২৭২ উইকেট। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং পেশায় যুক্ত হন তিনি। এবার আসছেন বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...