শিল্পী আর নেই

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০৭ সালে। তবে ক্রিকেট থেকে কখনোই দূরে যাননি। কিছুদিন আগেও ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। অথচ আজ হঠাত থাইল্যান্ড থেকে আসলো তাঁর মৃত্যুর সংবাদ। থাইল্যান্ডের কোহ সুমাই নামে এক জায়গায় মারা যান এই লেগ স্পিনার।

ক্রিকেট ইতিহাসের অবিসংবাদিত কিংবদন্তি। ক্রিকেট বলটা নিয়ে কী কারুকাজই না করেছেন। ক্রিকেট দুনিয়ায় লেগ স্পিনার শব্দটা শুরু ও শেষ হয় এই নামটা দিয়েই। তবে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার হঠাতই বিদায় জানালেন এই পৃথিবীকে। জানা যায় হঠাৎ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন এই লেগ স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০৭ সালে। তবে ক্রিকেট থেকে কখনোই দূরে যাননি। কিছুদিন আগেও ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। অথচ আজ হঠাৎ থাইল্যান্ড থেকে আসলো তাঁর মৃত্যুর সংবাদ। থাইল্যান্ডের কোহ সুমাই নামে এক জায়গায় মারা যান এই লেগ স্পিনার।

জানা যায় এই ক্রিকেটারকে প্রথমে তাঁর একটি বাড়িতে অবচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও তাঁকে আর বাচানো যায়নি। এছাড়া তাঁর পরিবার এই সময়ে পারিবারিক গোপনীয়রা রক্ষার অনুরোধ জানায়। এই কিংবদন্তির মৃত্যুর ব্যাপারে দ্রুতই বিস্তারিত জানানো হবে বলে জানায় তাঁরা।

মাত্র ৫২ বছর বয়সই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন শেন ওয়ার্ন। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি যেন খুব তাড়াহুড়ো করেই চলে গেলেন। ক্রিকেট দুনিয়ার অনেকের মতেই তিনি সর্বকালের সেরা বোলার। অথচ এই সেরা বোলারকে আর বলটা ধরতে দেখা যাবেনা।

বল হাতে একজন শিল্পীই ছিলেন তিনি। গত পরশুও ক্রিকেট নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। ইংল্যান্ডের ক্রিকেট দলের কোচ হতে চেয়েছিলেন তিনি। এমনকি আজ সকালেও  আরেক অজি কিংবদন্তি রডনি মার্শকে নিয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন,’ বিশ্বাস করতে পারছিনা যে রড মার্শ আমাদের ছেড়ে চলে গিয়েছেন।’ বিশ্বাস করুন ওয়ার্ন এখন গোটা ক্রিকেট দুনিয়া বিশ্বাস করতে পারছেনা যে আপনিও আমাদের ছেড়ে চলে গেলেন।

বল হাতে শেন ওয়ার্ন ছিলেন এক রহস্য। কী হবে তা আগে থেকে বলা অসম্ভব। শেন ওয়ার্নের জীবন যাপনও অনেকটা রহস্যে মোড়ানোই। তিনি কী করবেন সেটা শুধু তিনিই বলতে পারেন। একবার ধুমপান বিরোধী চুক্তি করে আবার নিজেই ধুমপান করলেন। আবার আজ থাইল্যান্ডে গিয়ে হঠাৎ করেই সব ছেড়ে চলে গেলেন। এটাও তো এক রহস্যই। আপনার গুগলি যেমন কেউ ভেদ করতে পারেনি, এই রহস্যও কেউ ভেদ করতে পারবেনা।

তবে যতদিন এই পৃথিবীতে চামড়ায় মোড়ানো এই বলটা থাকবে ততদিন আপনিও বেঁচে থাকবেন। যখন বল হাতে কোন নায়কের মহাকাব্য লিখা হবে তখনই আপনার নামটা উচ্চারিত হবে। যখনই কোন এক কিশোর লেগ স্পিনার হবার স্বপ্ন দেখবে একবার হয়তো আকাশপানে তাকিয়ে আপনার নামটা স্মরণ করে নিবে। আপনি বেঁচে থাকবেন ক্রিকেটের প্রতিটি আলিঙ্গনে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...