দলে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন রিজওয়ান

কিউই সিরিজেই বাবরকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেটি যে দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, সেই কথাই সিরিজের মাঝপথে জানিয়েছিলেন আরেক ওপেনার রিজওয়ান। কিন্তু রিজওয়ানের এমন মন্তব্যে তাঁকে একরকম পরোক্ষ খোঁচাই দিয়েছেন পেসার মোহাম্মদ আমির।

নিউজিল্যান্ড সফরে রীতিমত ধবলধোলাই হয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ জিতে যদিও মান বাঁচিয়েছে তাঁরা, তবে দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটে। এই সিরিজেই বাবরকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেটি যে দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, সেই কথাই সিরিজের মাঝপথে জানিয়েছিলেন আরেক ওপেনার রিজওয়ান।

কিন্তু রিজওয়ানের এমন মন্তব্যে তাঁকে একরকম পরোক্ষ খোঁচাই দিয়েছেন পেসার মোহাম্মদ আমির। এ নিয়ে তিনি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘রিজওয়ান এটা বলতেই পারে। তবে এটা তো এক্সপেরিমেন্টেরও অংশ হতে পারে। আর সেটার উপর আস্থাও রাখা উচিৎ।  আমি শুধু এটুকু বলতে পারি, বাবর মন অনেক বড়।’ 

তিনি আরো যোগ করে বলেন, ‘আপনি, আমি হয়তো এই জুটি ভেঙে দেওয়া নিয়ে কথা বলছি। কিন্ত টিম ম্যানেজমেন্ট কিন্তু নতুন ভাবনায় পরীক্ষাটা করেছে। স্রেফ ব্যর্থতার কারণে সেটার সমালোচনা করা উচিৎ না৷ আর তাঁরা তো মাত্র ৪ টা ম্যাচই খেলেছে।’

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ উর্দুতে দেওয়া এক পোস্টে রিজওয়ানকে ‘ভাই জান’ সম্বোধন করে লিখেছেন, ‘ভাইজান। আপনি চার বছর ধরে খেলছেন৷ তরুণরা চার ম্যাচে ব্যর্থ হলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যখন নতুন জিনিস চেষ্টা করেন, আপনাকে তাদের সময় দিতে হবে। এটা খুবই সহজ বিষয়। এটি ম্যানেজমেন্টের এক্সপেরিমেন্টের একটা অংশ। আর তার জন্য তাদের পাশেই থাকা উচিৎ আপনার।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...