সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফ্লিনটফ!

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। বিবিসি’র টপ গিয়ার অনুষ্ঠানের শ্যুটিং চলাকালীন সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। আর এ দুর্ঘটনা ঘটার পরপরই ফ্লিনটফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি সূত্র বলছে, মঙ্গলবার সকালে টপ গিয়ারের টেস্ট ট্র্যাকে গাড়ি চালাচ্ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ফ্রেডি।  আর সেখানেই আঘাত পান তিনি। দক্ষিণ লন্ডনের ডান্সফোল্ড পার্কে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি অবস্থা সাপেক্ষে তাকে নেওয়া হলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা গেছে।

২০১৯ সালে ‘টপ গিয়ার’-এর হোস্ট হিসেবে যোগদান করেছিলেন ফ্লিনটফ। তিন বছরের এ যাত্রায় এটাই যে তাঁর প্রথম দুর্ঘটনা, তা কিন্তু নয়। এর আগে ২০১৯ সালেও তিনি একই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সে বছরের সেপ্টেম্বর মাসে ইয়র্কশায়ারে ড্র্যাগ রেসের সময় আহত হন তিনি।

তিন বছর বাদে, আবারো সেই দুর্ঘটনায় পতিত হলে ২০০৫ এ ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানো এ নায়ক। নিজেকে কিছুটা ভাগ্যবান ভাবতেই পারেন ফ্রেডি। কারণ এর আগে, ২০০৬ সালে টপ গিয়ারের প্রাক্তন উপস্থাপক রিচার্ড হ্যামন্ড এমন এক গাড়ি দুর্ঘটনাতেই কোমায় চলে গিয়েছিলেন।

অ্যান্ড্রু ফ্লিনটফের ইনজুরির কারণে টপ গিয়ারের সকল শ্যুটিং এখন আপাতত স্থগিত রয়েছে। বিবিসির টপ গিয়ার অফিশিয়াল সূত্রে সেটি জানিয়েও দিয়েছে। একই সাথে সেই বার্তায় তারা ফ্লিনটফের আরোগ্য কামনাও করেছে।

১৯৯৮ সালে ইংল্যান্ডের হয়ে ক্রিকেটে অভিষেক অভিষেক হয় ফ্লিনটফের। ইংলিশদের জার্সি গায়ে খেলেছেন প্রায় এক যুগ। তবে ক্রিকেট থেকে অবসরের পরে ফ্রেডি হেঁটেছেন অন্য পথে। কখনো বক্সিং রিংয়ে দেখা গেছে কিংবা কখনো কার রেসিংয়েও তাঁকে দেখা গিয়েছে। তবে কোনোটিতেই তেমন থিতু হতে পারেননি।

উল্টো ২০১৯ এর পর আবারো ইনজুরির কবলে পড়লেন তিনি। জীবন শঙ্কার মতো ইনজুরি নয়, তবে সেটা বেশ গুরুতর। তাই বিচিত্র ক্যারিয়ারের ফ্রেডিকে সামনের পথগুলো আপাতত একটু সাবধানেই কাটাতে হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...