কেন ডাগ আউট থেকে তেড়ে মাঠে গেলেন সাকিব!

আম্পায়ারের সাথে সাকিব আল হাসানের তর্কে জড়ানো যেন নিয়মিত ঘটনা হয়েই দাঁড়িয়েছে। আগের ম্যাচেও ওয়াইড দেয়া, না দেয়া নিয়ে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে যান ফরচুন বরিশালের অধিনায়ক। আর আজ তো ড্রেসিং রুম থেকে মাঠেই চলে এলেন তিনি। অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেলের সাথে এই সময় কথা বলতে দেখা যায় তাঁকে।

আম্পায়ারের সাথে সাকিব আল হাসানের তর্কে জড়ানো যেন নিয়মিত ঘটনা হয়েই দাঁড়িয়েছে। আগের ম্যাচেও ওয়াইড দেয়া, না দেয়া নিয়ে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে যান ফরচুন বরিশালের অধিনায়ক। আর আজ তো ড্রেসিং রুম থেকে মাঠেই চলে এলেন তিনি। অন ফিল্ড আম্পায়ার গাজী সোহেলের সাথে এই সময় কথা বলতে দেখা যায় তাঁকে।

আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স বরিশালকে ছুঁড়ে দিয়েছিল ১৫৯ রানের টার্গেট। সেই টার্গেট তাড়ায় ব্যাট করতে নামেন বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরঙ্গা ডি সিলভা। ওদিকে রংপুরের হয়ে বোলিং প্রান্তে দেখা যায় স্পিনার রাকিবুল হাসানকে।

তবে চতুরঙ্গা ডি সিলভাকে স্ট্রাইক প্রান্তে দেখে বোলার পরিবর্তন করেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি শেখ মেহেদীকে বোলিং আক্রমণে নিয়ে আসেন। আর সেজন্যই এবার বরিশালের হয়ে স্ট্রাইক দিতে চাচ্ছিলেন এনামুল হক বিজয়। তবে এবার আর তাতে রাজি হচ্ছিলেন না আম্পায়ার।

মাঝ মাঠে যখন এই ইস্যুতে নাটক চলছিল, তখন ডাগ আউট থেকে উঠে আসেন বরিশালের অধিনায়ক সাকিব। আম্পায়ারের দিকে ছুটে যান বরিশালের অধিনায়ক। মাঠে এই নিয়ে বেশ তর্ক করতে দেখা যায় বরিশালের অধিনায়ক সাকিবকে। এরপর এক পর্যায়ে সাকিবকে বুঝিয়ে আবার ড্রেসিং রুমে পাঠান আম্পায়ার গাজী সোহেল।

ওদিকে শেষ পর্যন্ত বরিশালের হয়ে স্ট্রাইক নিয়েছেন চতুরঙ্গা ডি সিলভাই। আর রংপুরের হয়ে বোলিং শুরু করেন রাকিবুল হাসান। ফলে আরেকবার মাঠেই আম্পায়ারদের সাথে তর্কে জড়াতে দেখা যায় ক্রিকেটারদের। সে ওভারে রাকিবুলের বলেই আউট হন চতুরঙ্গা।

সাকিবের মাঠে প্রবেশ করার ব্যাপারে ফরচুন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

এর আগেও আম্পায়ারদের সাথে তর্কে জড়াতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। সৌম্যের আউট দেয়া, না দেয়া নিয়েও এর আগে তামিম ইকবাল তর্কে জড়ান আম্পায়ারের সাথে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসব যেন রোজকার ঘটনা।

এবারের বিপিএলে সাকিব নিজেও আগে আম্পায়ারের সঙ্গে তর্ক করেছেন। ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে সিলেটের পেসার রেজাউর রহমানের বাউন্সারকে ওয়াইড দেওয়ার দাবিতে আম্পায়ার মাহফুজুর রহমানের সঙ্গে কথা-কাটাকাটি করেন সাকিব। গোটা আসর জুড়েই তিনি মাঠের আম্পায়ারিং নিয়ে বেশ সরব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...